
জামায়াত শুধু হাদিয়ার নামে চাঁদা তোলে, বিএনপিই এখন তাদের প্রধান উদ্বেগ: মির্জা আব্বাস
জামায়াতকে উদ্দেশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, দলটি লম্বা লম্বা কথা বলা আর ‘হাদিয়া’ নামে সুকৌশলে চাঁদা তোলা ছাড়া আর কোনো কাজ করছে না। দেশের বড় বড় ব্যবসায়িক গ্রুপ থেকেও তারা চাঁদা নিয়েছে। একেক সময় একেক পক্ষের ওপর নির্ভর করেছে। এখন তাদের সবচেয়ে বড় দুশ্চিন্তার নাম বিএনপি। বিএনপিকে শেষ করতে পারলেই তারা নিজেরা রাজত্ব করতে পারবে বলে মনে করছে।
সোমবার (১৪ জুলাই) বিকেলে রাজধানীর নয়াপল্টনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এসব কথা বলেন।
মির্জা আব্বাস বলেন, “ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের জীবন এখন হুমকির মুখে। তারা তার নেতৃত্ব মেনে নিতে পারছে না। অথচ, তার নেতৃত্বেই দেশ এগিয়ে যাবে। মনে রাখতে হবে—বিএনপি ছাড়া বাংলাদেশ কারও হাতে নিরাপদ নয়।”
তিনি আরও বলেন, “জামায়াত, চরমোনাই বা এনসিপির বিভ্রান্তিকর কথায় কান দেওয়ার দরকার নেই। যেকোনো অভিযোগ বা ঘটনাকে বিশ্লেষণ করে দেখার আহ্বান জানাই। বিএনপিকে অযথা কাঠগড়ায় দাঁড় করানোর চেষ্টা করলে, সেটাও যাচাই করা দরকার।”
এ সময় তিনি অভিযোগ করেন, “বিএনপিকে ব্যবহার করে কিছু আওয়ামী লীগপন্থী সন্ত্রাসী দলে ঢোকার চেষ্টা করছে। নেতাকর্মীদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে।”