
আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক আবারও ফিরে এসেছে নির্বাচন কমিশনের (ইসি) ওয়েবসাইটে। বৃহস্পতিবার (১৭ জুলাই) ইসির ওয়েবসাইটে দেখা গেছে, ‘আওয়ামী লীগ (নিবন্ধন স্থগিত)’ নামের পাশে প্রতীক হিসেবে নৌকা প্রদর্শিত হচ্ছে।
এর আগে বুধবার (১৬ জুলাই) সকালে ইসির ওয়েবসাইট থেকে দলটির নৌকা প্রতীক সরিয়ে ফেলা হয়েছিল। তখন ইসি সচিবালয়ের সিস্টেম ম্যানেজার মো. রফিকুল হক জানিয়েছিলেন, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে প্রতীকটি সরানো হয়েছিল।
তবে নির্বাচন কমিশন সচিবালয় জানিয়েছে, ‘নৌকা’ প্রতীক সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত হয়নি। আগের সিদ্ধান্ত অনুযায়ী, আওয়ামী লীগ দল হিসেবে বিলুপ্ত হলে তবেই প্রতীকটি তফসিল থেকে বাদ দেওয়া হবে। তবে কোনো দলের নিবন্ধন স্থগিত বা বাতিল হলে, সেটি ওয়েবসাইট থেকে সরানো ইসির এখতিয়ারভুক্ত। এবারও সেটিই করা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।
এর আগে মঙ্গলবার (১৫ জুলাই) রাতে এক ফেসবুক পোস্টে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া নির্বাচন কমিশনের সমালোচনা করে প্রশ্ন তোলেন, “অভিশপ্ত ‘নৌকা’ প্রতীকটি আবার শিডিউলে অন্তর্ভুক্ত করার পেছনে কী যুক্তি রয়েছে, যে কারণে তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হলো?”