
গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষকে ঘিরে পুরনো ও অপ্রাসঙ্গিক ছবি ব্যবহার করে মিথ্যা তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগের একটি সংগঠিত চক্র—এমন অভিযোগ তুলেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।
বুধবার (১৬ জুলাই) এক বিবৃতিতে সিএ প্রেস উইং ফ্যাক্ট চেক বিভাগ জানায়, ওই দিন সামাজিক যোগাযোগমাধ্যমে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের সংশ্লিষ্ট একাধিক অ্যাকাউন্ট থেকে সংঘর্ষ সংক্রান্ত বিভ্রান্তিকর পোস্ট ছড়ানো হয়। এসব পোস্টের মাধ্যমে সহিংসতার ঘটনাকে বিকৃত করে মনগড়া বর্ণনা প্রতিষ্ঠার চেষ্টা করা হয়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, এটি একটি পরিকল্পিত প্রোপাগান্ডা অভিযানের অংশ। প্রভাবশালী আওয়ামী লীগ-ঘনিষ্ঠ ব্যক্তি ও পেজগুলো ইচ্ছাকৃতভাবে পুরনো এবং সম্পর্কহীন ছবি শেয়ার করেছে, যা ঘটনাটিকে ভিন্নভাবে উপস্থাপন করতে ব্যবহৃত হয়েছে।
উদাহরণ হিসেবে উল্লেখ করা হয়, সাবেক ছাত্রলীগ নেতা এস এম জাকির হোসেন এবং সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপ-প্রেস সচিব আশরাফুল আলম খোকন নিজেদের সামাজিক মাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেন এবং দাবি করেন—‘ইউনূস গ্যাং’ ও বিরোধীদলীয় কর্মীরা সাধারণ জনগণের ওপর হামলা চালাচ্ছে।
একটি ছবিতে দেখা যায়, আহত এক কিশোরকে স্থানীয়রা বহন করছে, পেছনে আগুন জ্বলছে এবং উত্তেজিত জনতা সড়কে বিক্ষোভ করছে। ছবিটি গোপালগঞ্জের সাম্প্রতিক সংঘর্ষের চিত্র হিসেবে প্রচার করা হলেও অনুসন্ধানে জানা গেছে, এটি ২০২৪ সালের ১০ আগস্টের এক ভিন্ন ঘটনার ছবি।
আরেকটি ভাইরাল ছবিতে গোয়েন্দা শাখার (ডিবি) এক কর্মকর্তাকে বিক্ষোভকারীদের দিকে গুলি ছুঁড়তে দেখা যায়—এ ছবিও বিভ্রান্তি সৃষ্টির উদ্দেশ্যে ছড়ানো হয়েছে বলে জানিয়েছে প্রেস উইং।