
যুদ্ধে শত্রু মোকাবেলায় সাধারণত আগ্নেয়াস্ত্র, মিসাইল ও রকেটের মতো সমরাস্ত্র ব্যবহৃত হয়। কিন্তু সেই লড়াইয়ে যদি অস্ত্র হিসেবে ব্যবহৃত হয় কালোজাদু? এমনই বিস্ময়কর অভিযোগ তুলেছে ইরান, ইসরায়েলের বিরুদ্ধে।
সম্প্রতি ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্ট-এর এক প্রতিবেদনে উঠে এসেছে এমন এক দাবি, যেখানে বলা হয়েছে—১২ দিনের যুদ্ধে ইরানের বিরুদ্ধে কালোজাদু ব্যবহার করেছে ইসরায়েল। এই অভিযোগ তুলেছেন ইরানের বিপ্লবী গার্ড বাহিনী–সমর্থিত পত্রিকা জাভান-এর সাবেক সম্পাদক আব্দুল্লাহ গাঞ্জি।
সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, তেহরানের রাস্তায় হিব্রু ভাষায় লেখা কিছু কাগজ এবং ইহুদি ধর্মীয় প্রতীকে ভরপুর তাবিজ পাওয়া গেছে, যেগুলো জাদুবিদ্যার উদ্দেশ্যে ব্যবহৃত বলে তার দাবি।
তিনি আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নাকি নিয়মিত গোপনে তান্ত্রিকদের সঙ্গে বৈঠক করেন।
তবে আব্দুল্লাহ গাঞ্জির এই দাবিকে হাস্যকর ও অবাস্তব বলে উড়িয়ে দিয়েছে ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদ। তারা এক ব্যঙ্গাত্মক পোস্টে মন্তব্য করে, ওই সাংবাদিক হয়তো কোনো মাদকের প্রভাবে এমন কথা বলেছেন। সেই পোস্টে একটি ‘ভূতের ইমোজি’ও ব্যবহার করে ব্যঙ্গের মাত্রা আরও বাড়ায় সংস্থাটি।
ইরান এর আগেও গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে ঘিরে কালো জাদু ও অশরীরী বিদ্যার অভিযোগ তুলেছিল। এবার সেই অভিযোগ আরও এক ধাপ এগিয়ে এনে সরাসরি যুদ্ধে জাদুবিদ্যার ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছে তেহরান।