মানবতার বিরুদ্ধে অপরাধের জন্য শেখ হাসিনাকে ক্ষমা করা সম্ভব নয়: মির্জা ফখরুল

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ক্ষমা করা সম্ভব নয়—তাকে মানবজাতির কলঙ্ক বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আজ রোববার (২০ জুলাই) সকালে রাজধানীর জিয়া উদ্যানে বিএনপির আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচিতে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, স্বাধীন ও গণতান্ত্রিক রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে ছাত্র-জনতা জীবন উৎসর্গ করেছিল। সেই লক্ষ্যেই বিএনপি একটি সত্যিকারের উদারপন্থী গণতান্ত্রিক রাষ্ট্র গড়ে তুলতে চায়—যেখানে দুর্নীতি, ঘুষ, খুন, হত্যা ও নির্যাতনের কোনো স্থান থাকবে না, মানুষ বাঁচবে স্বাধীনভাবে।
নির্বাচন প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, একটি অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে জাতীয় নির্বাচন হতে হবে—এটাই জনগণের দাবি। একই সঙ্গে তিনি জানান, গণতন্ত্রে মতপার্থক্য থাকলেও সবাইকে নিয়েই ‘রেইনবো নেশন’ গড়ে তুলতে চায় বিএনপি।
এই পাতার আরো খবর