
২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সারাদেশে শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি চালিয়েছে বিএনপি। প্রতিটি শহীদের নামে একটি করে গাছ রোপণ করা হয়।
রোববার (২০ জুলাই) রাজধানীর জিয়া উদ্যানে নিম গাছ রোপণ করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কর্মসূচির অংশ হিসেবে ‘সবুজে পল্লবে, স্মৃতিতে অম্লান’ শ্লোগানে দেশব্যাপী ১০ লাখ নিমগাছ রোপণের উদ্যোগ গ্রহণ করা হয়।
গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিকে কেন্দ্র করে বিএনপি ৩৬ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। বৃক্ষরোপণ অনুষ্ঠানেও শহীদ পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। সন্তানের স্মৃতিচারণ করতে গিয়ে অনেকেই আবেগাপ্লুত হয়ে পড়েন।
অনুষ্ঠানে বক্তব্য দেন শহীদ জাবির ইব্রাহিমের বাবা কবির হোসেন, শহীদ গোলাম নাফিসের বাবা গোলাম রহমান, শহীদ শাফাওয়ান আক্তারের বাবা আক্তারুজ্জামান লিটন এবং শহীদ মাহমুদুর রহমান সৈকতের বাবা মাহবুবুর রহমান। তারা শহীদদের প্রতি যথাযথ সম্মান ও বৈষম্যমুক্ত বাংলাদেশ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।
বিএনপির নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি, কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম এবং ‘জুলাই স্মৃতি উদযাপন কমিটি’র সদস্যসচিব ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মোর্শেদ হাসান খান। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কৃষক দলের সভাপতি হাসান জাফির এবং সঞ্চালনায় ছিলেন ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান।
অনুষ্ঠান শেষে জিয়া উদ্যানে প্রায় ১০০টি গাছ শহীদদের নামে রোপণ করা হয়, প্রতিটি গাছে শহীদের নামের ফলক ঝুলিয়ে দেওয়া হয়। ‘আমরা বিএনপি পরিবার’ ও কৃষক দলের পক্ষ থেকে জানানো হয়েছে, সারা দেশে ১০ লাখ গাছ রোপণের কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।