
“অনেকের লেজে আঘাত লেগেছে বলেই আমার বিরুদ্ধে লেগেছেন, সব ষড়যন্ত্রই একদিন প্রকাশ পাবে” — মাহফুজ আলম
অন্তর্বর্তী সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহফুজ আলম জানিয়েছেন, তার সততা ও অবস্থানের কারণে কিছু প্রভাবশালী মহল তার বিরুদ্ধে ষড়যন্ত্রে নেমেছে। মঙ্গলবার (২৯ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ কথা বলেন।
মাহফুজ আলম লিখেছেন, “আজকাল অনেকের লেজকাটা যাচ্ছে, তাই তারা আমার বিরুদ্ধে একজোট হয়েছেন। বিভিন্ন দলের কয়েকজন ‘মহারথী’ এতে জড়িত। তবে আমি নিশ্চিত, সব ষড়যন্ত্র একদিন প্রকাশ পাবে।”
তিনি একটি ঘটনার উল্লেখ করে জানান, এক ব্যক্তি বিটিভির একটি টেন্ডার প্রকল্পে তার ভাইয়ের মাধ্যমে সুবিধা নিতে চেয়েছিলেন এবং এর বিনিময়ে পার্সেন্টেজ ছাড়াও বিদেশ সফরে সহযোগিতার প্রতিশ্রুতি দিয়েছিলেন। মাহফুজ জানান, তিনি বিষয়টি জানার পর স্পষ্টভাবে তা বন্ধ করে দেন এবং বলেন, “সদুদ্দেশ্যে হলেও রাষ্ট্রের আমানতের সঙ্গে খেয়ানত করা যাবে না।” পরবর্তীতে ওই টেন্ডার কাজ স্থগিত হয়।
মাহফুজ আরও বলেন, সেই ব্যক্তি তাদের কথোপকথন রেকর্ড করে এক সাংবাদিককে পাঠায়। কিন্তু সাংবাদিক তার ব্যাখ্যা শুনে রেকর্ডটি প্রকাশ করেননি।
তিনি লেখেন, “গত ১২ মাসে আমার বিরুদ্ধে অনেক অভিযোগ উঠলেও কেউ দুর্নীতি বা আর্থিক অনিয়মের কথা বলেনি। এটা কিছু মহারথীর জন্য কষ্টদায়ক। কারণ, রাষ্ট্রের দায়িত্ব এক পবিত্র আমানত—ইজ্জত ও নীতিই আমার কাছে হাজার কোটি টাকার চেয়েও মূল্যবান।”
স্ট্যাটাসের শেষে তিনি বলেন, “জুলাই এখন অনেকের কাছে রাজনৈতিক সিঁড়ি হয়ে উঠেছে। কয়েকটি দলের প্রভাবশালীরাই আমার ও আমাদের বিরুদ্ধে কাজ করছেন। এখন গুজববাজ ও সুবিধাবাদীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়াই সময়ের দাবি।”