
ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা এবং গাজায় যুদ্ধ বন্ধ না হওয়া পর্যন্ত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করবে না সৌদি আরব—এমনই সাফ জানিয়ে দিলেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান। এখন পর্যন্ত ইসরায়েল প্রসঙ্গে এটি সৌদি আরবের সবচেয়ে পরিষ্কার অবস্থান, যেখানে দ্বি-রাষ্ট্রীয় সমাধানকেই সম্পর্ক স্বাভাবিককরণের পূর্বশর্ত হিসেবে উপস্থাপন করা হয়েছে।
সোমবার (২৮ জুলাই) জাতিসংঘের নিউইয়র্ক সদরদপ্তরে ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জ্যাঁ-নোয়েল বারোরের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এ বক্তব্য দেন সৌদি মন্ত্রী। এর আগে সৌদি আরব ও ফ্রান্সের উদ্যোগে ইসরায়েল-ফিলিস্তিন সংকট নিরসনে দ্বি-রাষ্ট্রীয় সমাধান নিয়ে উচ্চপর্যায়ের এক সম্মেলন অনুষ্ঠিত হয়।
প্রিন্স ফয়সাল বলেন, “ইসরায়েলকে স্বীকৃতি দেওয়ার বিষয়টি আমাদের জন্য সরাসরি ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার সঙ্গে সম্পর্কিত।” আব্রাহাম চুক্তির আওতায় কোনো উদ্যোগ নেওয়ার সম্ভাবনা সম্পর্কে তিনি বলেন, “আমরা চাই, আজকের এই ঐক্যমতের বার্তা আগামীতেও বজায় থাকুক এবং ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার পথে যে অগ্রগতি হচ্ছে, সেটিই সম্পর্ক স্বাভাবিককরণের আলোচনা শুরুর জন্য সহায়ক হতে পারে।”
তিনি আরও বলেন, ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মতো পরিবেশ কেবল তখনই সৃষ্টি হতে পারে, যখন গাজায় চলমান সংঘাত থামবে এবং সেখানকার জনগণের দুর্ভোগ কিছুটা হলেও কমবে।
পররাষ্ট্রমন্ত্রী দৃঢ়ভাবে বলেন, “গাজায় মানুষ প্রতিদিন মারা যাচ্ছে, দুর্ভোগে আছে, চারদিকে ধ্বংস—এ অবস্থায় সম্পর্ক স্বাভাবিককরণ নিয়ে আলোচনা করার কোনো যৌক্তিকতা বা বিশ্বাসযোগ্যতা নেই। আমাদের আগে ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার ব্যাপারে কথা বলতে হবে। সেটি বাস্তবায়িত হলেই কেবল পরবর্তী পদক্ষেপ বিবেচনায় আনা যাবে।”