
আসন্ন দুর্গাপূজাকে সামনে রেখে বাংলাদেশের রূপালি ইলিশ চেয়ে অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের কাছে চিঠি পাঠিয়েছে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীদের সংগঠন ‘ফিশ ইমপোর্টারস অ্যাসোসিয়েশন’।
মঙ্গলবার (২৯ জুলাই) কলকাতা থেকে পাঠানো ওই চিঠিতে আসন্ন পূজা মৌসুমে বাংলাদেশের ইলিশ রপ্তানির অনুমতির অনুরোধ জানানো হয়। চিঠিতে উল্লেখ করা হয়, আগামী সেপ্টেম্বরের শেষে পশ্চিমবঙ্গে দুর্গাপূজা, এরপর কালীপূজা ও দীপাবলিসহ নানা উৎসব পালিত হবে। গত কয়েক বছর ধরে এই পূজা মৌসুমে বাংলাদেশ থেকে ইলিশ আমদানি করে পশ্চিমবঙ্গ।
চিঠিতে গত বছরের উদাহরণ টেনে বলা হয়, “আপনার সদয় হস্তক্ষেপে ২০২৪ সালে ভারত ২ হাজার ৪২০ মেট্রিক টন ইলিশ রপ্তানির অনুমতি পেয়েছিল। এ জন্য আমরা কৃতজ্ঞ। পদ্মার ইলিশ পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরার মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ও সুস্বাদু।”
চিঠিতে আরও বলা হয়, “দুর্গাপূজা-২০২৫ এর কাউন্টডাউন ইতোমধ্যে শুরু হয়ে গেছে। এ অবস্থায় আপনার কাছে অনুরোধ, যেন এবারও পূজার আগে যথাযথ পরিমাণ ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়।”
তবে শুধু অনুরোধ নয়, রপ্তানির সময়সীমা নিয়ে কিছুটা আক্ষেপও প্রকাশ করেছে সংগঠনটি। চিঠিতে জানানো হয়েছে, “প্রায় প্রতি বছরই অনুমোদিত পুরো পরিমাণ ইলিশ গ্রহণ করা সম্ভব হয় না। কারণ, রপ্তানি অনুমতি একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে সীমাবদ্ধ থাকে (সাধারণত ৩০–৪৫ দিন)। এত স্বল্প সময়ে এত বিশাল পরিমাণ রপ্তানি কঠিন। তাই আমরা অনুরোধ করছি, এবার যেন রপ্তানির অনুমতি নির্দিষ্ট সময়সীমা ছাড়া বিবেচনা করা হয়।”
চিঠির মাধ্যমে পশ্চিমবঙ্গের মৎস্য ব্যবসায়ীরা আবারও বাংলাদেশ সরকারের সহযোগিতার প্রত্যাশা জানিয়েছেন।