
জামায়াত আমিরের বাইপাস সার্জারি শনিবার, নেতাকর্মীদের মাঝে উদ্বেগ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের হার্টে একাধিক ব্লক ধরা পড়ায় চিকিৎসকরা বাইপাস সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। রাজধানীর ইউনাইটেড হাসপাতালে আগামী শনিবার এ সার্জারি করার প্রস্তুতি চলছে। বর্তমানে তিনি ওই হাসপাতালেই ভর্তি আছেন বলে নিশ্চিত করেছেন তার পিএস নজরুল ইসলাম।
জামায়াত আমিরের অসুস্থতার খবর ছড়িয়ে পড়লে দলের নেতাকর্মীদের মধ্যে গভীর উদ্বেগ তৈরি হয়। ইতোমধ্যে শীর্ষ নেতাদের অনেকে হাসপাতালে গিয়ে তার শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন। তার দ্রুত সুস্থতা কামনায় দোয়া চেয়েছেন তার পরিবার ও দলের নেতারা।
বুধবার সকালে ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন ডা. শফিকুর রহমান। বিকেলে তার এনজিওগ্রাম করা হলে হার্টে তিনটি ব্লক ধরা পড়ে। চিকিৎসকরা জানান, ব্লকের সংখ্যা আরও বেশি হতে পারে। তারা বাইপাস সার্জারির পরামর্শ দেন এবং বিদেশে চিকিৎসার পরামর্শ দিলেও ডা. শফিকুর রহমান দেশেই সার্জারি করার সিদ্ধান্ত নেন।
এর আগে গত ১৯ জুলাই জাতীয় সমাবেশে বক্তব্যের সময় তিনি মঞ্চে দু’বার পড়ে যান। সেদিন তাকে ইবনে সিনা হাসপাতালে নিয়ে গেলে পানিশূন্যতার কথা জানিয়ে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়। পরদিন থেকেই তিনি আবার দলীয় কর্মকাণ্ডে সক্রিয় হয়ে পড়েন।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তার নিয়মিত স্বাস্থ্যপরীক্ষার অংশ হিসেবেই বুধবার হাসপাতালে ভর্তি করা হয়।
তার অসুস্থতার খবরে দলীয় নেতৃবৃন্দ সামাজিক যোগাযোগমাধ্যমে দোয়া চেয়ে পোস্ট দিয়েছেন। কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য সেলিম উদ্দিন বলেন, “বাংলাদেশ জামায়াতে ইসলামীর সম্মানিত আমির ডা. শফিকুর রহমান বর্তমানে অসুস্থ। দেশ-বিদেশের সকল ভাই ও বোনদের প্রতি আহ্বান— তার জন্য দোয়া করুন।”
দলটির ঢাকা মহানগর দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল ফেসবুক পোস্টে লেখেন, “চিকিৎসকদের নির্দেশনায় বাইপাস সার্জারির প্রয়োজন দেখা দিয়েছে। বিদেশে চিকিৎসার প্রস্তাব থাকলেও আমীরে জামায়াত দেশেই সার্জারির সিদ্ধান্ত নিয়েছেন। আল্লাহ যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন।”
এছাড়া, সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদসহ অন্যান্য নেতারাও তার সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।