
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক নেতা আবদুর রাজ্জাক বিন সোলাইমান ওরফে রিয়াদকে ঘিরে একের পর এক চাঞ্চল্যকর তথ্য প্রকাশ হচ্ছে। সর্বশেষ, রাজধানীর বাড্ডায় তার একটি গোপন বাসায় অভিযান চালিয়ে গুলশান থানা পুলিশ উদ্ধার করেছে নগদ ২ লাখ ৯৮ হাজার টাকা। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেন গুলশান থানার ওসি মো. হাফিজুর রহমান।
তিনি জানান, রিমান্ডে রিয়াদের কাছ থেকে একাধিক বাসার তথ্য মিলছে। তার দেওয়া তথ্যে বাড্ডার বাসায় অভিযান চালানো হয়।
এর আগে ২৯ জুলাই রিয়াদের নাখালপাড়ার বাসায় অভিযান চালিয়ে পুলিশ চারটি চেক উদ্ধার করে, যার মোট মূল্য সোয়া ২ কোটি টাকা। এসব চেকে সাবেক এমপি ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদের স্বাক্ষর রয়েছে, যিনি ট্রেড জোন নামের একটি প্রতিষ্ঠানের মালিক।
পুলিশ জানিয়েছে, জনতা ব্যাংকের এসব চেকের মধ্যে দুটি এক কোটি করে, একটি ১৫ লাখ ও একটি ১০ লাখ টাকার। তবে চেকগুলোতে তারিখ লেখা নেই।
ডিএমপির মিডিয়া সেন্টারে ৩০ জুলাই আয়োজিত এক সংবাদ সম্মেলনে উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান জানান, রিয়াদের বাসা থেকে চাঁদা দাবির অভিযোগে ২ কোটি ২৫ লাখ টাকার চারটি চেক উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে কলাবাগান থানায় একটি মামলা প্রক্রিয়াধীন।
রিয়াদ বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন। চাঁদাবাজির অভিযোগে তাকে সংগঠন থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।