
রাজধানীর গুলশানে চাঁদাবাজির মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সমন্বয়ক ও গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত যুগ্ম আহ্বায়ক জানে আলম অপু ওরফে কাজী গৌরবকে চার দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। শনিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট নাজমিন আক্তার এই আদেশ দেন।
মামলার অভিযোগ অনুযায়ী, গত ১৭ জুলাই গুলশানে আওয়ামী লীগের আন্তর্জাতিকবিষয়ক সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শাম্মী আহমেদের বাসায় চাঁদা আদায়ের সময় পুলিশের হাতে গ্রেপ্তার হন গণতান্ত্রিক ছাত্র সংসদের সদস্য আবদুর রাজ্জাক বিন সুলাইমান ওরফে রিয়াদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঢাকা মহানগর শাখার আহ্বায়ক ইব্রাহিম হোসেন মুন্না, সদস্য মো. সাকাদাউন সিয়াম ও সাদমান সাদাব এবং এক অপ্রাপ্তবয়স্ক কিশোর।
ঘটনার পর চাঁদাবাজির সঙ্গে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট সংগঠনগুলো থেকে রিয়াদ, ইব্রাহিম, সাকাদাউন ও সাদমানকে বহিষ্কার করা হয় এবং কেন্দ্রীয় কমিটি ব্যতীত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যান্য কমিটির কার্যক্রম স্থগিত ঘোষণা করা হয়।
এর ধারাবাহিকতায় গতকাল শুক্রবার গোপীবাগ এলাকা থেকে অপুকে গ্রেপ্তার করে ডিবি। তার দেওয়া তথ্যের ভিত্তিতে মোহাম্মদপুরের নবীনগর হাউজিং এলাকা থেকে তিন লাখ টাকার বেশি মূল্যের ইয়ামাহা ব্র্যান্ডের এফজেড-এক্স মডেলের একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যা চাঁদাবাজির অর্থে কেনা হয়েছে বলে ডিবির দাবি।
রিমান্ড শুনানিতে মামলার তদন্ত কর্মকর্তা পুলিশ পরিদর্শক মোখলেসুর রহমান জানান, জানে আলম অপুর নেতৃত্বেই গুলশানে চাঁদাবাজির ঘটনা সংঘটিত হয়। ঘটনার সময় পাঁচজন গ্রেপ্তার হলেও অপু পালিয়ে যান। তিনি আরও দাবি করেন, অপুর নেতৃত্বাধীন একটি সংঘবদ্ধ চক্র রাজধানীর বিভিন্ন অভিজাত এলাকায় প্রভাব খাটিয়ে চাঁদা আদায় করে আসছিল এবং অনেকে ভয়ে মুখ খুলতে পারছিলেন না।
পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করলে শুনানি শেষে আদালত চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে, মামলার অন্যান্য আসামিদের সাত দিনের রিমান্ডে পাঠিয়েছিলেন আদালত।