
যশোরের বেনাপোল চেকপোস্টে ইমিগ্রেশন পুলিশ এক আওয়ামী লীগ নেতাকে আটক করেছে। আটককৃত ব্যক্তি আবুল কালাম আজাদ, যিনি শাহবাগ থানা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক। পাসপোর্ট যাচাইয়ের সময় জানা যায় তিনি ‘স্টপলিস্টে’ আছেন।
বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে বেনাপোল ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাকে ভারত যাওয়ার পথে ফেরত পাঠায়। তিনি স্ত্রীসহ ভারতে যাওয়ার উদ্দেশ্যে বেনাপোল ইমিগ্রেশন চেকপোস্টে আসেন, কিন্তু ইমিগ্রেশন সার্ভারে তার পাসপোর্ট স্টপলিস্টে থাকায় তাকে বাধা দেওয়া হয়।
আবুল কালাম আজাদ ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার আমোদীবাদ গ্রামের আব্দুল মান্নান ভূঁইয়ার ছেলে। জিজ্ঞাসাবাদের সময় তার বিরুদ্ধে কোনো মামলা নেই বলে জানা গেছে।
বেনাপোল ইমিগ্রেশন পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইলিয়াস হোসেন মুন্সি বলেন, স্টপলিস্ট থেকে নাম প্রত্যাহার না হওয়া পর্যন্ত তিনি দেশের বাইরে যাত্রা করতে পারবেন না।