
কুমিল্লায় বিএনপি নেতার বক্তব্য: “স্বাধীনতাবিরোধীদের ভোট চাওয়ার অধিকার নেই”
বিএনপির কর্মসংস্থান বিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের সুমন বলেছেন, “জামায়াতে ইসলামী এ দেশের স্বাধীনতা চায়নি। তারা স্বাধীনতা দিবস, বিজয় দিবস ও একুশে ফেব্রুয়ারি পালন করে না। যারা এখনও স্বাধীনতাকে বিশ্বাস করে না, তাদের জনগণের কাছে ভোট চাইবার কোনো অধিকার নেই।”
শুক্রবার (১ আগস্ট) সন্ধ্যায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার উজিরপুর ইউনিয়নের দ্বিবার্ষিক সম্মেলনে মিয়া বাজার স্কুল মাঠে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
জাকারিয়া তাহের সুমন আরও বলেন, “জামায়াত মহিলাদের গ্রামে পাঠিয়ে ধর্মের নামে বিভ্রান্ত করছে—বলে জান্নাতে যেতে চাইলে তাদেরকে ভোট দিতে হবে। অথচ জান্নাতে কে যাবে, তা একমাত্র আল্লাহ জানেন। এভাবে ধর্মকে ব্যবহার করে জনগণকে প্রতারিত করছে তারা।”
সম্মেলনে সভাপতিত্ব করেন চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি মাস্টার আব্দুল ওয়াদুদ এবং সঞ্চালনায় ছিলেন উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবু হাসনাত মো. মিয়া জোবায়ের।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সদস্যসচিব ইঞ্জিনিয়ার শাহ আলম রাজু, যুগ্ম আহ্বায়ক মীর আব্দুর রহমান আলমগীর, উপজেলা যুবদলের আহ্বায়ক জামাল উদ্দিন মামুন, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মো. কামরুল হুদা, আমিরুজ্জামান আমীর এবং কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু প্রমুখ।