
বাবুগঞ্জে জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ, থানায় পাঁচবার অভিযোগ জমা
বরিশালের বাবুগঞ্জ উপজেলায় এক ইউনিয়ন জামায়াত নেতার বিরুদ্ধে জমি দখলের অভিযোগ উঠেছে। ক্ষতিগ্রস্ত জমি মালিক জামাল হোসেন হাওলাদার এ ঘটনায় থানায় পাঁচবার লিখিত অভিযোগ দিয়েছেন।
ভুক্তভোগী জামাল হোসেন জানান, উপজেলার চাঁদপাশা ইউনিয়নের ২নং ওয়ার্ডে তার পিতা মৃত মতিউর রহমান ২০০৩ সালে ৪০৭ নম্বর খতিয়ানে ১০ শতাংশ জমি ক্রয় করেন। জমিতে গাছ রোপণ করে বসতবাড়ি নির্মাণের প্রস্তুতি নিচ্ছিলেন তারা। কিন্তু ১১ জুলাই ভোররাতে তার চাচাতো ভাই ও গৌরনদীর সরিকল ইউনিয়ন জামায়াতের রোকন (সদস্য) আব্দুস সালাম আজাদী লোকজন নিয়ে এসে ওই জমি দখল করে সেখানে ঘর তুলে ফেলেন।
জামাল অভিযোগ করেন, শুধু ঘর তোলাই নয়, দখল করার সময় তাদের রোপণ করা গাছও কেটে ফেলা হয়। পরে দলীয় নেতাকর্মীদের নিয়ে পাহারার ব্যবস্থা করে জমির মালিককেও নিজ জমিতে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। এমনকি খোলাখুলিভাবে হুমকিও দেওয়া হচ্ছে।
তিনি বলেন, “আমি এ পর্যন্ত পাঁচবার থানায় অভিযোগ করেছি। কিন্তু অভিযুক্ত ব্যক্তি জামায়াতের রাজনীতির সঙ্গে জড়িত হওয়ায় কেউ সাহস করে পাশে দাঁড়াচ্ছে না। এখন দলীয় প্রভাব দেখিয়ে জমিতে আমাদের প্রবেশে বাধা দিচ্ছে।”
অভিযুক্ত আব্দুস সালামের বক্তব্য পাওয়া না গেলেও তার ছেলে মো. মুজাহিদ জানান, “জামাল হোসেন ওরা আমাদের অন্য এক জায়গার জমি দখল করে রেখেছে। তাই প্রতিশোধ হিসেবে আমরা তাদের জমিতে ঘর তুলেছি। ওরা যদি আমাদের জমি ছেড়ে দেয়, আমরাও তাদের জমি ছেড়ে দেব।”
এ বিষয়ে মামলার তদন্ত কর্মকর্তা মেট্রোপলিটন এয়ারপোর্ট থানার উপ-পরিদর্শক (এসআই) ইদ্রিস আলী বলেন, “ঘটনাটি নিয়ে বৈঠকের পরিকল্পনা ছিল। তবে একটি আলোচিত হত্যাকাণ্ড নিয়ে ব্যস্ত থাকায় সেটি সম্ভব হয়নি। শিগগিরই অভিযোগ নিয়ে তদন্তে বসা হবে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে, তবে এখন পর্যন্ত আইনগত কোনো দৃশ্যমান ব্যবস্থা নেওয়া হয়নি।