
ইরানের প্রেসিডেন্ট ড. মাসুদ পেজেশকিয়ান পাকিস্তানকে ইরানের জনগণের দ্বিতীয় বাড়ি হিসেবে অভিহিত করেছেন। তিনি বলেন, “ইসরায়েলের বিরুদ্ধে চলমান যুদ্ধে পাকিস্তানের পক্ষ থেকে ইরানকে দেওয়া সমর্থনের জন্য আমরা কৃতজ্ঞ। পাকিস্তান আমাদের দ্বিতীয় বাড়ি।”
রোববার (৩ আগস্ট) ইসলামাবাদে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে যৌথ সংবাদ সম্মেলনে এসব কথা জানান পেজেশকিয়ান। প্রধানমন্ত্রী হাউসে অনুষ্ঠিত ওই সম্মেলনে দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ) ও চুক্তি স্বাক্ষরিত হয়।
ইরানের প্রেসিডেন্ট বলেন, পাকিস্তান ও ইরানের সম্পর্ক একক সাংস্কৃতিক ঐতিহ্য ও ধর্মীয় মিলের ওপর প্রতিষ্ঠিত। এই অঞ্চল এবং গোটা মুসলিম বিশ্বে শান্তি, স্থিতিশীলতা ও উন্নয়নে দুই দেশের সহযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে মুসলিম উম্মাহর ঐক্য অত্যন্ত প্রয়োজনীয়।