
গাজা ও ফিলিস্তিনে প্রথম ধাপে ১০০ টন ত্রাণ পাঠাচ্ছে পাকিস্তান, মোট সহায়তা পৌঁছালো ১,৮১৫ টনে
গাজা ও ফিলিস্তিনের জন্য প্রথম দফায় ১০০ টন মানবিক সহায়তা পাঠাতে প্রস্তুতি সম্পন্ন করেছে পাকিস্তানের জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (NDMA)। এর ফলে এখন পর্যন্ত পাকিস্তান থেকে পাঠানো মোট ত্রাণের পরিমাণ দাঁড়িয়েছে ১,৮১৫ টনে।
ডন-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, আজ সন্ধ্যায় ইসলামাবাদ বিমানবন্দর থেকে একটি বিশেষ ফ্লাইটে এই ত্রাণ পাঠানো হবে। বিদায়ী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার এবং NDMA চেয়ারম্যান লেফটেন্যান্ট জেনারেল ইনাম হায়দার মালিক।
ত্রাণের এই চালানে রয়েছে খাদ্যসামগ্রী ও জরুরি ওষুধপত্র, যা জর্ডানের রাজধানী আম্মানে পৌঁছানোর পর সংশ্লিষ্ট সংস্থার মাধ্যমে গাজার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে।
NDMA জানিয়েছে, শিগগিরই ফিলিস্তিনের জন্য আরও ১০০ টন ত্রাণ পাঠানো হবে, যা পৌঁছালে মোট সহায়তার পরিমাণ দাঁড়াবে ১,৯১৫ টনে।
আজকের চালানসহ এখন পর্যন্ত পাকিস্তান থেকে গাজা ও ফিলিস্তিনের উদ্দেশে ১৭টি পৃথক ত্রাণ বহর পাঠানো হয়েছে।
সংস্থাটি জানায়, প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের নির্দেশে এই মানবিক সহায়তা কার্যক্রম পরিচালিত হচ্ছে এবং ভবিষ্যতেও পাকিস্তান সবসময় ফিলিস্তিনের জনগণের পাশে থাকবে।