
নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় অর্থ সরকার দেবে এবং এ নিয়ে কোনো সংকট নেই বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ। বুধবার সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, “নির্বাচনের জন্য যত টাকা লাগবে, তা দেওয়া হবে। এতে কোনো সমস্যা নেই।”
উল্লেখ্য, মঙ্গলবার জাতির উদ্দেশে ভাষণে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা জানান, আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের ফেব্রুয়ারির মধ্যে, রমজানের আগেই অনুষ্ঠিত হতে পারে।
এদিকে, যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক সংক্রান্ত আলোচনার প্রসঙ্গেও মন্তব্য করেন অর্থ উপদেষ্টা। তিনি বলেন, “দীর্ঘ আলোচনা শেষে যুক্তরাষ্ট্র ৩৫ শতাংশ থেকে শুল্ক কমিয়ে ২০ শতাংশে এনেছে। যদিও আরও কিছুটা কম হলে ভালো হতো।”
তিনি জানান, বাংলাদেশের তৈরি পোশাক ও নিটওয়্যার খাত দ্রুত এই পরিবর্তনের সঙ্গে মানিয়ে নিতে পারবে, তবে বস্ত্র খাতের উইভিং (বয়ন) সেক্টরে কিছুটা চ্যালেঞ্জ হতে পারে।
যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতে আবারও দর-কষাকষির সম্ভাবনা আছে কি না—এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, “হ্যাঁ, ইউএস চেম্বারের ভাইস প্রেসিডেন্টের সঙ্গে কথা হয়েছে। বাংলাদেশের প্রতি তাদের মনোভাব ইতিবাচক।”
তিনি আরও জানান, এখনো আনুষ্ঠানিক কোনো চুক্তি সই হয়নি। চুক্তি অনুযায়ী, কোন খাতে শুল্ক হ্রাস করা হবে এবং কী ধরনের পণ্য আমদানি করতে হবে, তা চূড়ান্ত করা হবে।
আন্তর্জাতিক দর-কষাকষি প্রসঙ্গে অর্থ উপদেষ্টা বলেন, “এটি কোনো বহুপক্ষীয় আলোচনা নয়। এটি ডব্লিউটিও বা জাতিসংঘের মতো উন্মুক্ত আলোচনার ক্ষেত্র নয়। এখানে অনেক বিষয়ই গোপন রাখতে হয়, কারণ প্রতিযোগী দেশগুলোর (যেমন: চীন, ভারত, ভিয়েতনাম, দক্ষিণ কোরিয়া) উপস্থিতি রয়েছে।”