
বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ১৮ মাসের মধ্যে এক কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করা হবে এবং দেশের প্রাথমিক চিকিৎসা ব্যবস্থা বিনামূল্যে প্রদান করা হবে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে এনে জনগণের স্বাভাবিক জীবনযাত্রা নিশ্চিত করাই বিএনপির অঙ্গীকার।
বুধবার (৬ আগস্ট) বিকেলে চট্টগ্রাম নগরীর নিউ মার্কেট মোড়ে “জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বর্ষপূর্তি” উপলক্ষে মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে নিউ মার্কেট মোড় থেকে আমীর খসরুর নেতৃত্বে একটি বিশাল র্যালি বের হয়, যা কোতোয়ালি মোড়, লালদিঘী, আন্দরকিল্লা হয়ে চেরাগি মোড় ঘুরে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।
আমীর খসরু বলেন, আজকের জনসভা প্রমাণ করে জনগণ জাতীয়তাবাদী শক্তির পক্ষে অবস্থান নিয়েছে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের নেতৃত্বে তারা নতুন বাংলাদেশ গঠনে প্রস্তুত।
তিনি বলেন, “আমরা এখন গণতন্ত্র পুনরুদ্ধারের পথে আছি। গত ১৬ বছর ধরে ত্যাগ, জেল-গুম-খুনের মধ্য দিয়েও জনগণের মালিকানা ফেরাতে লড়াই করছি।”
দলীয় শৃঙ্খলার বিষয়ে তিনি বলেন, শৃঙ্খলা ভঙ্গকারীদের স্থান বিএনপিতে নেই। ইতোমধ্যে ৫-৬ হাজার নেতাকর্মীকে বহিষ্কার করা হয়েছে। বিএনপিতে দখলদার ও চাঁদাবাজদের কোনো জায়গা নেই।
শেখ হাসিনার শাসনব্যবস্থার সমালোচনা করে আমীর খসরু বলেন, “তারা ভোটে না গিয়ে নিজেদের মতো করে দেশ চালাতে চায়। জনগণকে উপেক্ষা করে নেয়া সিদ্ধান্ত দেশের মানুষ আর মেনে নেবে না।”
তিনি সকল নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “এখনই সময় ঘরে ঘরে গিয়ে বিএনপির কর্মসূচি ও রূপরেখা পৌঁছে দেওয়ার। দেশের প্রতিটি মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনতে হবে।”
সমাবেশে আরও বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম, চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় শ্রম সম্পাদক এ এম নাজিম উদ্দীন, সদস্য হুম্মাম কাদের চৌধুরী ও তরিকুল ইসলাম তেনজিং।