ঢাকা বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে ছাত্ররাজনীতি বন্ধের আহ্বানে মধ্যরাতে মিছিল অনুষ্ঠিত হয়েছে।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলগুলোতে ছাত্ররাজনীতি নিষিদ্ধের দাবিতে বিক্ষোভ মিছিল করছে শিক্ষার্থীরা। শুক্রবার (৮ আগস্ট) দিবাগত রাত ১২টার দিকে ঢাবির হাজী মুহম্মদ মুহসীন হল থেকে মিছিলটি শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এসময় অন্যান্য হলের শিক্ষার্থীরাও মিছিলে যোগ দেন।
মিছিল চলাকালে আন্দোলনকারীরা ‘ওয়ান টু থ্রি ফোর, হল পলিটিক্স নো মোর’ এবং ‘হলে হলে রাজনীতি, চলবে না চলবে না’ সহ নানা ধরনের স্লোগান দেন।
এই পাতার আরো খবর