রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৩:৩১ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
বিএনপির অনুষ্ঠানে বসে ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ায় যুবক গ্রেপ্তার
প্রকাশ কাল | রবিবার, ১০ আগস্ট, ২০২৫, ৪:২৬ পূর্বাহ্ন

মৌলভীবাজারের কুলাউড়ায় বিএনপির ব্যানারের নিচে বসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য এবং ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার অভিযোগে ফাহিম ইসলাম (১৯) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (৯ আগস্ট) রাতে পৌর শহরের মাগুরা এলাকা থেকে তাকে আটক করা হয়। ফাহিম সিলেটের বিয়ানীবাজার উপজেলার দাসুরা বাজার এলাকার মইনুল ইসলামের ছেলে। বর্তমানে তিনি কুলাউড়া পৌরসভার মাগুরা এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকেন।

কুলাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওমর ফারুক জানান, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা যায়—ফাহিম বিএনপির একটি ব্যানারের নিচে বসে শেখ হাসিনাকে নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং শিগগিরই তিনি আসবেন বলে ‘জয় বাংলা’ স্লোগান দিচ্ছেন। বিষয়টি নজরে এলে পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। রোববার তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।

এই পাতার আরো খবর
Our Like Page