রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৮:১৪ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান করে : রুহুল আমিন হাওলাদার
প্রকাশ কাল | সোমবার, ১১ আগস্ট, ২০২৫, ৩:২১ পূর্বাহ্ন

জাতীয় পার্টির নবনির্বাচিত মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার বলেছেন, দেশের স্থায়ী শান্তি ও সমৃদ্ধির জন্য গণতান্ত্রিক সরকারের কোনো বিকল্প নেই। তাই জাতীয় পার্টি সবসময় গণতান্ত্রিক সরকারের পক্ষে অবস্থান করে আসছে।

রোববার (১০ আগস্ট) সকালে গুলশানে নিজ বাসভবনে চট্টগ্রাম মহানগর ও জেলার বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সঙ্গে সৌজন্য সাক্ষাতে তিনি এ মন্তব্য করেন।

রুহুল আমিন হাওলাদার বলেন, গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠার জন্য প্রয়োজন সবার অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ কারণেই জাতীয় পার্টি সবসময় অংশগ্রহণমূলক নির্বাচনের পক্ষে। তিনি আরও বলেন, অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারিতে নির্বাচনের ঘোষণা দিয়েছে। তবে বর্তমান পরিস্থিতিতে দেশে নির্বাচনের উপযোগী পরিবেশ কতটা রয়েছে, তা গভীরভাবে বিবেচনা করতে হবে। অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজনের আগে অনুকূল পরিবেশ সৃষ্টি জরুরি।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টির চট্টগ্রাম দক্ষিণ জেলা সভাপতি নজরুল ইসলাম, চট্টগ্রাম মহানগরের সাবেক সাধারণ সম্পাদক ইয়াকুব হোসেন, চট্টগ্রাম উত্তর জেলা যুব সংহতির সভাপতি আবুল কালাম আজাদ এবং স্বেচ্ছাসেবক পার্টির সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরী প্রমুখ।

এই পাতার আরো খবর
Our Like Page