
বাংলাদেশ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ফজলুর রহমানকে উদ্দেশ করে বলেছেন, “আপনি ফ্যাসিবাদী ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও ফ্যাসিবাদী এস্টাবলিশমেন্টের অন্যতম সংগঠক।”
রোববার রাতে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি লেখেন, “ফজলুর রহমান সাহেব, আপনার কথা বলার আগে মুখ সামলানো উচিত। সিনিয়র রাজনীতিবিদ হিসেবে আপনার সৌজন্যতা ও ভদ্রতা যদি এমন হয়, তাহলে তরুণ প্রজন্ম আপনার কাছ থেকে কী শিখবে? আপনার বয়স অনেক হয়েছে, হয়তো মানসিক ভারসাম্য হারাচ্ছেন। ৫ আগস্টের গণঅভ্যুত্থানের পর আপনাকে আরও অসহিষ্ণু মনে হচ্ছে।”
তিনি অভিযোগ করেন, “আপনি সমন্বয়ক, এনসিপি ও ছাত্রশিবিরকে গালি দেন, যা ইচ্ছা তাই বলেন। যাদের জীবন ও রক্তের বিনিময়ে আপনি কথা বলার সুযোগ পেয়েছেন, তাদের বিরুদ্ধেই সারাক্ষণ বিষোদগার করেন। অশ্লীল ও অসৌজন্যমূলক ভাষায় কথা বলার অধিকার আপনাকে কে দিয়েছে?”
নুরুল ইসলাম বুলবুল বলেন, “দল পরিবর্তন করে বিএনপিতে যোগ দিলেও আপনার ফ্যাসিবাদী চরিত্র ও মানসিকতা বদলায়নি। আপনি রাজনৈতিক শিষ্টাচার ধ্বংস করছেন, অসৌজন্যতা ও অসভ্যতার সীমা অতিক্রম করছেন। পুরনো, পচা মানসিকতার ধারকরা নতুন বাংলাদেশের রাজনীতিতে জায়গা পাবে না। জুলাই গণঅভ্যুত্থানের পর নতুন বাংলাদেশে ফ্যাসিবাদ ও তার দোসরদের ছাত্র-জনতা প্রতিহত করবেই।”