শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
“ছাত্রীদের দিক থেকে বেশি সাড়া পাচ্ছি” – সাদিক কায়েম
প্রকাশ কাল | সোমবার, ১৮ আগস্ট, ২০২৫, ১:২১ অপরাহ্ন

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রী ভোটারদের কাছ থেকে বেশি সাড়া পাচ্ছেন সহ-সভাপতি (ভিপি) প্রার্থী সাদিক কায়েম। গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “আমাদের বোনরা আমাদের কাছে এসে তাদের প্রত্যাশার কথা জানাচ্ছে। আমরা আশাবাদী, তারা ইসলামী ছাত্রশিবির বা আমাদের জোটকে স্বতঃস্ফূর্তভাবে গ্রহণ করবে।”

সাদিক আরও জানান, ছাত্রদের সঙ্গে যোগাযোগ থাকলেও ছাত্রীদের কাছ থেকে পাওয়া পজিটিভ রেসপন্স তাদের অনেক বেশি আশাবাদী করছে।

এদিকে, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সোমবার (১৮ আগস্ট) ডাকসু নির্বাচনের জন্য ২৮ সদস্যের পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করেছে। সহ-সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিক কায়েম। সাধারণ সম্পাদক পদে রয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি এস এম ফরহাদ, এবং সহ-সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন মহিউদ্দিন খান।

অন্য পদে মনোনয়ন পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন: বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক ইকবাল হায়দার, কমনরুম–রিডিংরুম ও ক্যাফেটেরিয়া সম্পাদক উম্মে সালমা, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন সম্পাদক ফাতিমা তাসনীম জুমা, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক নুরুল ইসলাম সাব্বির, ক্রীড়া সম্পাদক আরমান হোসেন, ছাত্র পরিবহণ সম্পাদক আসিফ আব্দুল্লাহ, সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম মুয়াজ, গবেষণা ও প্রকাশনা সম্পাদক সাজ্জাদ হোসাইন খান, ক্যারিয়ার ডেভেলপমেন্ট সম্পাদক মাজহারুল ইসলাম, স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক আব্দুল্লাহ আল মিনহাজ এবং মানবাধিকার ও আইনবিষয়ক সম্পাদক সাখাওয়াত জাকারিয়া।

এছাড়া, সদস্য পদে লড়বেন আরও ১৩ জন শিক্ষার্থী।

এই পাতার আরো খবর
Our Like Page