
রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার সোনাপুর মোড় এলাকা থেকে এক ভুয়া পুলিশ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৮ আগস্ট) দুপুর ১২টার দিকে তাকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতকে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
আটককৃত তুষার শেখ (২৩) কুষ্টিয়া জেলার খোকসা উপজেলার শেখপাড়া বিহাড়িয়া গ্রামের মৃত জয়নাল শেখের ছেলে।
প্রাথমিক তথ্য অনুযায়ী, সোমবার দুপুরে কালুখালীর সোনাপুর মোড়ে তুষার পুলিশ পরিচয় দিয়ে ঘোরাফেরা করছিল। স্থানীয়রা তার আচরণে সন্দেহজনকতা দেখলে তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তুষার পালানোর চেষ্টা করলে স্থানীয় লোকজন তাকে ধাওয়া করে।
ধাওয়া খেয়ে তুষার কালুখালী সেনা ক্যাম্পে আশ্রয় নেয়, যেখানে সেনাবাহিনীর একটি টিম তাকে আটক করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ শেষে কালুখালী থানায় হস্তান্তর করা হয়।
কালুখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ জাহেদুর রহমান বলেন, “আটককৃত ভুয়া পুলিশকে সেনাবাহিনী আমাদের কাছে হস্তান্তর করেছে। এ বিষয়ে পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।”