চরমোনাই পীরের সঙ্গে ফিলিস্তিনি রাষ্ট্রদূতের বৈঠক

বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস ওয়াই রামাদান সোমবার বিকেলে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এই সাক্ষাৎ পুরানা পল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হয়।
চরমোনাই পীর সাক্ষাৎকালে বলেন, “বৈতুল মাকদিস আমাদের প্রাণ ও মর্যাদার সঙ্গে সম্পর্কিত। ফিলিস্তিনি জনগণের ওপর যে নির্মমতা চালানো হচ্ছে তা সহ্য করার মতো নয়। ইসলামী আন্দোলন বাংলাদেশ ফিলিস্তিনের পক্ষে সর্বদা সোচ্চার। আমাদের পক্ষে যা করণীয়, তা আমরা করার জন্য বদ্ধপরিকর।”
সাক্ষাৎকালে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন দলের মহাসচিব মাওলানা ইউনুছ আহমাদ, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান, ইঞ্জিনিয়ার আশরাফুল আলম এবং কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক অধ্যাপক ড. বেলাল নুর আজিজি।
এই পাতার আরো খবর