শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১১:২৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য হিসেবে দেখতে চাওয়া সেই ইমিই বর্তমানে বামজোটের ভিপি পদপ্রার্থী
প্রকাশ কাল | মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫, ৫:৫৩ পূর্বাহ্ন

২০১৯ সালের শেষ ডাকসু নির্বাচনে শামসুন্নাহার হলের ভিপি হিসেবে নির্বাচিত হন শেখ তাসনিম আফরোজ ইমি। সেবার তিনি স্বতন্ত্র প্যানেল থেকে জয়ী হয়েছিলেন। এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোটের টিকিটে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

তবে এবার তার একটি বিতর্কিত বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ২০১৯ সালে ডাকসুতে নির্বাচিত হওয়ার পর ইমি এক টক শোতে জানিয়েছেন, তিনি পতিত স্বৈরাচার—তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আজীবন ডাকসু সদস্য হিসেবে দেখতে চান।

সেবার এই প্রস্তাব উত্থাপিত হওয়ার পর তৎকালীন ডাকসু ভিপি নুরুল হক নুর এর বিরোধিতা করেছিলেন। তবে ইমি নুরের বিরোধিতার বিপরীতে সায় দিয়েছিলেন। ওই টক শোতে, যেখানে উপস্থিত ছিলেন নুরুল হক নুর ও তৎকালীন সাধারণ সম্পাদক গোলাম রব্বানী, ইমি বলেন, “আমার হলে কিছু নির্বাচনী প্রক্রিয়া সুষ্ঠু হয়নি, তা মানতে হবে। তবে যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন এবং তার আন্তরিকতা আমাদের ডাকসু নির্বাচনের সুষ্ঠু আয়োজন নিশ্চিত করেছে, তাই অন্তত কৃতজ্ঞতার স্বরূপ তাকে ডাকসুর আজীবন সদস্য ঘোষণা করা উচিত।”

পরবর্তীতে সেই বছরের ৩০ মে ডাকসুর দ্বিতীয় কার্যনির্বাহী সভায় শেখ হাসিনাকে আজীবন সদস্য হিসেবে ঘোষণা করা হয়। তবে সেই সিদ্ধান্তে ভিপি নুরের স্বাক্ষর ছিল না এবং সমর্থন পাননি তৎকালীন সমাজসেবা সম্পাদক ও বর্তমান এনসিপির সদস্য সচিব আখতার হোসেন।

এবার ইমি বাম গণতান্ত্রিক ছাত্র জোট থেকে ডাকসুর ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। তবে ২০১৯ সালের তার সেই বক্তব্য সামাজিক মাধ্যমে পুনরায় ভাইরাল হওয়ায় ইমি সম্প্রতি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। তিনি লিখেছেন, “১৯ সালে শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার ব্যাপারে আমার বক্তব্যের কিছু খন্ডিত অংশ প্রচার হচ্ছে। অনেকেই আমার বর্তমান অবস্থান জানতে চাচ্ছেন। আমি পরিষ্কারভাবে জানাতে চাই—আমি নিরপরাধ মানুষ এবং ছাত্রখুনের নির্দেশদাতার সর্বোচ্চ বিচার চাই। ফুলস্টপ।”

এই পাতার আরো খবর
Our Like Page