
ফিলিস্তিনি সশস্ত্র গোষ্ঠী হামাস জানিয়েছে, তারা গাজার খান ইউনিসে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে একটি পরিকল্পিত জটিল অভিযান পরিচালনা করেছে। বুধবার (২০ আগস্ট) সকালে পরিচালিত এ হামলায় বেশ কয়েকজন ইসরায়েলি সেনা হতাহত হয়েছে বলে দাবি করেছে সংগঠনটি।
হামাসের পক্ষ থেকে জানানো হয়, খান ইউনিসে নবনির্মিত এক সামরিক পোস্টে অতর্কিত আক্রমণ চালানো হয়। এ সময় বাড়ির ভেতরে অবস্থানরত সেনাদের ওপর হালকা অস্ত্র ও গ্রেনেড নিক্ষেপ করে কয়েকজনকে হত্যা করা হয়। পাশাপাশি এক স্নাইপারের গুলিতে মারকাভা-৪ ট্যাংকের কমান্ডার আহত হন। সেনাদের উদ্ধার করতে আরেকটি দল পৌঁছালে তাদের মাঝেই এক যোদ্ধা আত্মঘাতী বিস্ফোরণ ঘটায়, এতে আরও হতাহত হয়।
হামাস দাবি করেছে, অভিযানে মর্টার, ট্যাংক বিধ্বংসী গোলা, বিস্ফোরক ও বিভিন্ন অস্ত্র ব্যবহার করা হয়। কয়েক ঘণ্টা স্থায়ী এ অভিযানের পর তারা নিরাপদে সরে আসে। তবে নিহত ও আহত সেনাদের সঠিক সংখ্যা জানায়নি সংগঠনটি।
অন্যদিকে ইসরায়েল হামলার সত্যতা স্বীকার করে জানিয়েছে, অন্তত ১৮ হামাস যোদ্ধা এতে অংশ নেয়। তাদের ভাষ্য অনুযায়ী, হামলায় এক সেনা গুরুতর এবং দুজন সামান্য আহত হয়েছেন। পাল্টা অভিযানে হামাসের ১০ জন যোদ্ধা নিহত হয়েছে বলেও দাবি করেছে তারা।
ইসরায়েলি সেনাবাহিনী জানায়, হামাসের যোদ্ধারা মেশিনগান ও আরপিজি ব্যবহার করেছে এবং ভূগর্ভস্থ সুড়ঙ্গ থেকে বের হয়ে এ আক্রমণ চালিয়েছে।