
বিএনপির ভবিষ্যৎ পরিকল্পনা ও নীতিমালার কথা তুলে ধরে দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জনগণের ভোটে নির্বাচিত হলে আগামী পাঁচ বছরে সারাদেশে কমপক্ষে ২৫ কোটি গাছ রোপণের উদ্যোগ নেওয়া হবে।
তিনি আরও বলেন, দেশের বন্যা ও খরা মোকাবিলা, কৃষকদের সেচ সুবিধা নিশ্চিত এবং জনগণের পানির সহজলভ্যতা নিশ্চিত করতে খাল খনন কর্মসূচি পুনরায় চালু করা হবে, ইনশাল্লাহ।
এই ঘোষণা তিনি স্বেচ্ছাসেবক দলের ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মঙ্গলবার (১৯ আগস্ট) বিকেলে রাজধানীর চীন মৈত্রী আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় দেন।
তারেক রহমান বলেন, বিশ্ব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স (এআই)-এর যুগে প্রবেশ করেছে এবং সময়ের এই চ্যালেঞ্জ মোকাবিলায় আমাদের পিছিয়ে থাকার সুযোগ নেই। তাই বিএনপি ইতিমধ্যে বিভিন্ন সেক্টর চিহ্নিত করে সুনির্দিষ্ট এবং সুচিন্তিত পরিকল্পনা ও নীতি নির্ধারণ করেছে।
তিনি আরও বলেন, বিএনপির আগামীর রাজনীতি হবে জনগণের জীবনমান উন্নয়নের রাজনীতি। এটি দেশের ভেতর এবং বিদেশে সমানভাবে বাস্তবায়িত হবে, যাতে কর্মসংস্থান তৈরি হয়। এছাড়া নিরাপদ কর্মপরিবেশ সৃষ্টি করাও দলের একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য। তিনি সভায় বিএনপির বিভিন্ন উন্নয়নমূলক পরিকল্পনার বিস্তারিত আলোচনা করেন।
অনুষ্ঠানটি সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক দলের সভাপতি এস. এম. জিলানী, এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক রাজীব আহসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, নজরুল ইসলাম খান, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব-উন-নবী খান সোহেল, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, প্রচার সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকু প্রমুখ।