
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ইসলামী ছাত্রশিবির প্যানেলের ভিপি প্রার্থী আবু সাদিক কায়েম নারীদের জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার অঙ্গীকার করেছেন। বুধবার (২০ আগস্ট) রাতে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ প্রতিজ্ঞার কথা জানান।
সাদিক কায়েম লিখেছেন, এবারের ডাকসু নির্বাচনে রাজনৈতিক বলয়ের বাইরেও উল্লেখযোগ্য সংখ্যক নারী প্রার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন, যা নিঃসন্দেহে আগামী প্রজন্মের নেতৃত্ব গঠনে আশাব্যঞ্জক। তবে দুঃখজনকভাবে রাজনীতি হোক কিংবা তার বাইরে—ছাত্রীদের জন্য নিরাপদ পরিবেশ এখনও গড়ে ওঠেনি। নারীরা এখনো কটূক্তি, বিদ্বেষমূলক প্রচারণা, প্রোপাগাণ্ডা, সাইবার বুলিং ও ট্যাগিংয়ের শিকার হচ্ছেন।
তিনি বলেন, তাসনিম জারা, ফাতিমা তাসনিম জুমা, সাবিকুন্নাহার তামান্না, উম্মে ছালমা—ডান বা বাম যেকোনো রাজনৈতিক ধারা থেকে আসা নারী শিক্ষার্থীরা এসব হয়রানি থেকে মুক্ত নন। এই অব্যাহত অপপ্রচারের কারণে অনেক নারী শিক্ষার্থী রাজনীতি ও নির্বাচনে অংশ নিতে নিরুৎসাহিত হচ্ছেন।
সাদিক কায়েম আরও উল্লেখ করেন, জুলাই বিপ্লবের সফলতায় নারী শিক্ষার্থীদের অবদান ছিল অবিস্মরণীয়। তাদের সাহসী নেতৃত্ব ও দৃঢ় অবস্থান আন্দোলনকে গতিশীল করেছে। তবুও, দেশের রাজনৈতিক সংস্কৃতিতে নারীরা কখনোই তাদের যথাযথ অংশগ্রহণের সুযোগ পাননি।
তিনি বলেন, “বিপ্লব-পরবর্তী ডাকসু নির্বাচনে আমাদের অন্যতম অঙ্গীকার হবে এমন একটি রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করা, যেখানে নারীরা আত্মবিশ্বাসের সঙ্গে নিজেদের স্বকীয়তা বজায় রেখে রাজনীতিতে সম্পৃক্ত হতে পারবেন। এই পথ সহজ নয়, তবুও প্রতিজ্ঞা করছি—নারীদের জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ে তোলার লড়াই আমরা থামাব না।”