
জাতীয় সংসদ নির্বাচনের আগে গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধনের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সদস্যসচিব আখতার হোসেন।
বৃহস্পতিবার (২১ আগস্ট) বিকেলে রংপুরের কাউনিয়ার হারাগাছ এলাকায় গণসংযোগকালে তিনি এ দাবি জানান।
আখতার হোসেন বলেন, “আমরা চাই, গণপরিষদ নির্বাচনের মাধ্যমে সংবিধান সংশোধন শেষে জাতীয় নির্বাচন হোক। কিন্তু অনেকে শুধু জাতীয় সংসদ নির্বাচনেই জোর দিচ্ছেন। এ বিষয়ে সরকারকে অবশ্যই একটি সিদ্ধান্ত নিতে হবে, যাতে সময়মতো গণপরিষদ নির্বাচন আয়োজন সম্ভব হয়।”
তিনি আরো বলেন, “যেকোনো সমাজে জনগণের আকাঙ্ক্ষা পরিবর্তিত হলে বা নতুন রাজনৈতিক শক্তির আবির্ভাব ঘটলে গণপরিষদ নির্বাচন অত্যন্ত জরুরি হয়ে পড়ে। বাংলাদেশে এখন নতুন সংবিধানের প্রয়োজনীয়তা তৈরি হয়েছে। এজন্য আমরা বহু আগেই নতুন সংবিধান বাস্তবায়নের দাবি জানিয়েছি। সরকার যদি গণপরিষদ নির্বাচনের উদ্যোগ নেয়, এনসিপি সেটিকে স্বাগত জানাবে।”
সংস্কারের গুরুত্ব তুলে ধরে এনসিপির এ নেতা বলেন, “দেশের বিচার বিভাগ, প্রশাসন ও রাজনৈতিক ব্যবস্থায় এখন বড় ধরনের সংস্কার সময়ের দাবি। সংবিধান, বিচার বিভাগ ও প্রশাসন—সব জায়গায় সংস্কারের প্রয়োজনীয়তা নিয়ে দেশজুড়ে আলোচনা চলছে। এসব দাবির পক্ষে জনমত প্রতিষ্ঠার লক্ষ্যে এনসিপি মাঠে কাজ করছে এবং আমরা ইতিমধ্যে দেশব্যাপী বিস্তৃতি লাভ করেছি।”
জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, “সরকার যে সময়সীমা দিয়েছে, সে সময়ের মধ্যেই নির্বাচন সম্ভব। তবে তার আগে সংস্কার কার্যক্রম বাস্তবায়ন জরুরি। বিচার ব্যবস্থাকে দৃশ্যমানভাবে উন্নত করতে হবে, মাঠ পর্যায়ে নিরপেক্ষতা নিশ্চিত করতে হবে এবং লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি করতে হবে। সরকার যত দ্রুত এসব নিশ্চিত করবে, নির্বাচন আয়োজনও তত দ্রুত সম্ভব হবে; অন্যথায় নয়।”
গণসংযোগ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এনসিপির মহানগর কমিটির যুগ্ম সমন্বয়কারী আলমগীর নয়ন, জেলা কমিটির যুগ্ম সমন্বয়কারী এন আই সুমনসহ জেলা ও মহানগরের অন্যান্য নেতৃবৃন্দ।