শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
Headline
Wellcome to our website...
রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বাংলাদেশের উদার মানবিক ভূমিকার প্রশংসা জানিয়েছে যুক্তরাষ্ট্র।
প্রকাশ কাল | সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৩:৫৭ পূর্বাহ্ন

বাংলাদেশ সরকারের মানবিক ভূমিকার প্রশংসা করেছে যুক্তরাষ্ট্র। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয় দেওয়ার জন্য বিশেষভাবে কৃতজ্ঞতা জানায় ওয়াশিংটন। একই সঙ্গে এই অঞ্চলের অন্য দেশগুলোকেও ধন্যবাদ জানিয়েছে যুক্তরাষ্ট্র, যারা মিয়ানমার থেকে পালিয়ে আসা শরণার্থীদের আশ্রয় দিয়েছে।

স্থানীয় সময় রোববার (২৪ আগস্ট) এক প্রেস বিবৃতিতে এ মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের প্রিন্সিপাল ডেপুটি স্পোকসপারসন টমাস “টমি” পিগট।

বিবৃতিতে তিনি জানান, যুক্তরাষ্ট্র মিয়ানমারের জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করছে—এর মধ্যে সহিংসতা ও বাস্তুচ্যুতির শিকার রোহিঙ্গা এবং অন্যান্য জাতিগোষ্ঠীও রয়েছে। পাশাপাশি বাংলাদেশ সরকারকে রোহিঙ্গাদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানানো হয়েছে এবং অন্যান্য আঞ্চলিক দেশগুলোর ভূমিকাকেও স্বীকৃতি দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০১৭ সালের আগস্টে রাখাইনে সেনা অভিযানের পর কয়েক মাসের মধ্যে সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেয়। এর আগে থেকেই চার লাখের বেশি রোহিঙ্গা এখানে বসবাস করছিল। বর্তমানে ক্যাম্পগুলোতে প্রতি বছর প্রায় ৩০ হাজার রোহিঙ্গা শিশু জন্ম নিচ্ছে। নতুন করে আসা শরণার্থীদের সঙ্গে এখন বাংলাদেশে রোহিঙ্গার সংখ্যা দাঁড়িয়েছে প্রায় ১৩ লাখের বেশি।

এই পাতার আরো খবর
Our Like Page