
ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, সীরাতে রাসুল (সা.) এর শিক্ষা অনুযায়ী আমাদের সমাজ গঠন করতে হবে। ভবিষ্যতে রাষ্ট্রীয় ক্ষমতা নেককার ও মুত্তাকি মানুষের হাতে ন্যস্ত করতে হবে। গত ৫৪ বছরে দেশের সম্পদ লুট হয়েছে, যারা এ সম্পদ লুট করে পালিয়েছে তারা কখনো দেশপ্রেমিক হতে পারে না। দেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে এবং সীরাতে রাসুলের আদর্শে সমাজকে সাজাতে হবে।
সোমবার (২৫ আগস্ট) বিকেলে নগরীর আন্দরকিল্লা শাহী জামে মসজিদ চত্বরে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের উদ্যোগে পবিত্র রবিউল আউয়াল উপলক্ষে আয়োজিত আজিমুশশান মিলাদুন্নবী (সা.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি ও বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। সঞ্চালনায় ছিলেন মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হক।
প্রধান মেহমান হিসেবে বক্তব্য দেন আন্দরকিল্লা জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
এছাড়া অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আইআইউসির সাবেক প্রো-ভিসি প্রফেসর ড. আবু বকর রফিক আহমদ এবং রাহবায়ে বায়তুশ শরফ হযরত মাওলানা আব্দুল হাই নদভী প্রমুখ।