শনিবার, ২৫ অক্টোবর ২০২৫, ১০:৫০ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
নভেম্বরের মধ্যেই গণভোট চাই: সিরাজগঞ্জে রফিকুল ইসলাম খান নির্বাচনের আগে সংঘাত অবশ্যম্ভাবী: মাহফুজ আলমের সতর্কবার্তা এবার সামিরাকে নিয়ে বিস্ফোরক তথ্য দিলেন সালমান শাহর ছোট ভাই শাহরান চৌধুরী গৃহকর্মীদের অধিকার রক্ষায় রাজনৈতিক সদিচ্ছা জরুরি: শিরীন পারভিন হক ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ
Headline
Wellcome to our website...
সিআইডির জিজ্ঞাসাবাদে জানা গেছে, তৌহিদ আফ্রিদি ফ্যাসিস্ট সরকারের হয়ে নানা অপকর্মে জড়িত ছিলেন বলে প্রমাণ মিলছে।
প্রকাশ কাল | বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৩:২৭ পূর্বাহ্ন

ইউটিউবার তৌহিদ আফ্রিদিকে ৫ দিনের রিমান্ডে পেয়ে জিজ্ঞাসাবাদ শুরু করেছে সিআইডি। জিজ্ঞাসাবাদে তার বিরুদ্ধে প্রতারণা, নির্যাতন, জিম্মি, আর্থিক অপরাধ ও আন্দোলনবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার নানা অভিযোগ উঠে এসেছে।

রোববার রাতে বরিশাল থেকে গ্রেফতারের পর থেকেই তার বিরুদ্ধে নতুন নতুন তথ্য বের হয়ে আসছে। সিআইডির কর্মকর্তারা জানান, জুলাই আন্দোলনে তিনি স্বৈরাচারের পক্ষ নিয়ে সেলিব্রেটি ও কনটেন্ট ক্রিয়েটরদের দিয়ে আন্দোলন ভাঙার চেষ্টা করেছেন। ভিন্নমত পোষণকারীদের হুমকি ও ভয়ভীতি দেখিয়েছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও তার নির্যাতন ও অপকর্ম নিয়ে অভিযোগ উঠেছে। আওয়ামী লীগের প্রভাবশালী নেতাদের সঙ্গে সম্পর্ক গড়ে বিপুল অর্থ উপার্জন করে তা বিদেশে পাচারেরও অভিযোগ রয়েছে।

এছাড়া, বৈষম্যবিরোধী আন্দোলনে আসাদুল হক বাবু হত্যা মামলায়ও তাকে রিমান্ডে আনা হয়েছে। এর আগে একই মামলায় তার বাবা, মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীকেও গ্রেফতার করা হয়। অভিযোগ রয়েছে, শুধু জুলাই আন্দোলন নয়, অতীতেও তিনি বিতর্কিত কর্মকাণ্ডে ফ্যাসিস্ট সরকারের পক্ষে কনটেন্ট তৈরি করেছেন।

সিআইডির মুখপাত্র জসীম উদ্দিন খান জানান, আফ্রিদিকে ব্যাপকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং ইতোমধ্যে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে, তবে তদন্তের স্বার্থে সেগুলো এখন প্রকাশ করা যাচ্ছে না।

এই পাতার আরো খবর
Our Like Page