রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:১৪ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
আ.লীগ যেমন অপরাধী, জাতীয় পার্টিও তেমনি অপরাধী: সারজিস
প্রকাশ কাল | শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৩:৪৮ পূর্বাহ্ন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সারজিস আলম বলেছেন, “আওয়ামী লীগ যেমন অপরাধী, তেমনি তাদের দোসর, বি-টিম ও বৈধতা প্রদানকারী জাতীয় পার্টিও সমানভাবে অপরাধী।”

শুক্রবার (২৯ আগস্ট) রাতে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন।

সারজিস আলম বলেন, “লীগকে ফেরানোর প্ল্যান-বি হলো জাতীয় পার্টির ওপর নির্ভর করা। এ কারণেই জাতীয় পার্টির বিরুদ্ধে উত্তরপাড়া-দক্ষিণপাড়া একসঙ্গে কঠোর অবস্থানে রয়েছে।”

তিনি আরও বলেন, “নুর ভাইদের ওপর নৃশংস হামলার পেছনেও এই পরিকল্পনা কাজ করেছে। মূলত জাতীয় পার্টির বিষয়ে সব দলকে শক্ত বার্তা দেওয়াই ছিল লক্ষ্য। এমন জঘন্য হামলার তীব্র নিন্দা জানাচ্ছি।”

এসময় তিনি যোগ করেন, “জাতীয় পার্টিকে বিচারের মুখোমুখি করা হবে। আওয়ামী লীগ ও জাতীয় পার্টি একই পথের পথিক, আর তাদের পরিণতিও হবে অভিন্ন।”

এই পাতার আরো খবর
Our Like Page