
আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে নিজেদের রোডম্যাপ ও কর্মপন্থা চূড়ান্ত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। এ ক্ষেত্রে জুলাই সনদকে আইনি স্বীকৃতি দেওয়া এবং পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিকে আরও জোরালো করার পরিকল্পনা নিয়েছে দলটি। এই দাবিতে সমমনা দলগুলোর সঙ্গে সমন্বিতভাবে ধাপে ধাপে কঠোর কর্মসূচি গ্রহণ করবে জামায়াত।
সোমবার রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমির ডা. শফিকুর রহমানের বাসভবনে দলের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের জরুরি বৈঠকে এসব সিদ্ধান্ত হয়। হার্টের চিকিৎসাজনিত কারণে এক মাস পর এ বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
পরে দলের কেন্দ্রীয় প্রচার বিভাগ থেকে জানানো হয়, বৈঠকে বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিস্তৃত আলোচনা হয়। জামায়াত নেতারা জুলাই জাতীয় সনদ ২০২৫-কে আইনি ভিত্তি দেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরেন এবং তার আলোকে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনের দাবি জানান। পাশাপাশি সব রাজনৈতিক দলের জন্য সমান সুযোগ নিশ্চিত করার বিষয়েও জোর দেওয়া হয়।
জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল ও প্রচার বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের বলেন, “আমিরে জামায়াত দীর্ঘদিন পর বৈঠক করলেন। তিনি সবকিছু শুনে দলীয় কর্মপন্থা নিয়ে দিকনির্দেশনা দিয়েছেন।” তিনি আরও জানান, আসন্ন জাতীয় নির্বাচন ও দলের সাংগঠনিক মেয়াদ শেষ হওয়া—উভয় বিষয় নিয়েই পরিকল্পনা নেওয়া হয়েছে। অক্টোবর-নভেম্বরের মধ্যে কেন্দ্রীয় সংগঠন ও আমির নির্বাচন সম্পন্ন করার টার্গেট ঠিক করা হয়েছে।
তিনি বলেন, “জুলাই সনদের আইনি ভিত্তি ও পিআর পদ্ধতিতে নির্বাচনের দাবিতে আমরা দৃঢ় অবস্থানে আছি। সভা, সমাবেশ, মিছিল, সেমিনারসহ বিভিন্ন কর্মসূচি চলছে। সামনে সমমনা দলগুলোর সঙ্গে সমন্বয় করে আরও শক্তভাবে এগোনো হবে।”
এ প্রসঙ্গে তিনি জানান, রোববার প্রধান উপদেষ্টার সঙ্গে অনুষ্ঠিত বৈঠকেও বিষয়টি নিয়ে খোলামেলা আলোচনা হয়েছে, যদিও কিছু এখনো চূড়ান্ত হয়নি। একই সঙ্গে ইসলামী ও সমমনা দলগুলো নিয়ে জোট গঠনের উদ্যোগও ইতিবাচকভাবে এগোচ্ছে। ডিসেম্বরের মধ্যেই বিষয়টি চূড়ান্ত হতে পারে, তখনই দলীয় প্রার্থীর তালিকাও ঘোষণা করা হবে।
জুবায়ের আরও বলেন, “দেশ ও জাতির স্বার্থে যোগ্য ও দেশপ্রেমিক ব্যক্তিকেই প্রার্থী করা হবে। পাশাপাশি দলের নির্বাচনি ইশতেহার তৈরির কাজও চলছে।”
বৈঠকে জামায়াতের নায়েবে আমির, সেক্রেটারি জেনারেল, সহকারী সেক্রেটারি জেনারেলসহ নির্বাহী পরিষদের সদস্যরা উপস্থিত ছিলেন।