
বিএনপির নির্বাহী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন, “পিআর আসলে কী—এত বছর রাজনীতি করার পরও আমরা বুঝি না। সাধারণ জনগণই বা কীভাবে বুঝবে? নির্বাচন না হলে কেবল তাদেরই লাভ।”
তিনি আরও বলেন, “যেভাবে সবাই মিলে শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলন করেছি, ঠিক একইভাবে সবাই মিলে নির্বাচনের দাবিতেও ঐক্যবদ্ধ থাকব।” সোমবার বিকেলে কুমিল্লা নগরীর কান্দিরপাড়ে দলীয় কার্যালয়ের সামনে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
গয়েশ্বর চন্দ্র রায় অভিযোগ করে বলেন, “অনেক সুবিধাবাদী নেতা সময় সময় দল ছেড়ে বিরোধিতা করেছেন, কিন্তু কোনোদিন তৃণমূলের কর্মীরা খালেদা জিয়া ও তারেক রহমানকে ছেড়ে যাননি। বিএনপি তৃণমূলের দল, জনগণের দল। কোনো ষড়যন্ত্র করেই বিএনপির অগ্রযাত্রা থামানো যাবে না।”
তিনি আরও বলেন, “আমি বিশ্বাস করি সরকার সময়মতো নির্বাচন দিতে চায়। তাদের আন্তরিকতা নিয়ে আমাদের সন্দেহ নেই, তবে এ আন্তরিকতা যথেষ্ট নয়। ৭১-এর ও ৭ নভেম্বরের পরাজিত শক্তি দেশ-বিদেশে বসে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করছে। কে প্রার্থী হবেন, কে হবেন না, কে কত পোস্টার-ফেস্টুন বানাচ্ছেন—এসব নয়, সঠিকভাবে নির্বাচন করাই মূল বিষয়।”
গয়েশ্বর চন্দ্র রায়ের ভাষ্য, বিএনপি জনগণের দল। বাংলাদেশের অগ্রযাত্রা ও সংকটময় সময়ে বিএনপির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য হাজী আমিন উর রশিদ ইয়াছিন, নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মো. সেলিম ভূঁইয়া, সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবু এবং সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু।
সমাবেশ শেষে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা বিএনপির কার্যালয়ের সামনে এসে শেষ হয়। এতে জেলার বিভিন্ন উপজেলার বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।