
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (ডাকসু) নির্বাচনে ‘স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য’ প্যানেল থেকে ভিপি (সহ-সভাপতি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক মুখপাত্র উমামা ফাতেমা। তিনি নির্বাচিত হলে নারীবান্ধব ক্যাম্পাস নিশ্চিত করতে বিশেষ জোর দিচ্ছেন।
তার প্রচার-প্রচারণার মূল লক্ষ্য হচ্ছে ছাত্রীদের জন্য নিরাপদ এবং সমান অধিকারসম্পন্ন ক্যাম্পাস গড়ে তোলা। এ উদ্দেশ্যে তিনি একগুচ্ছ প্রতিশ্রুতি দিয়েছেন।
বুধবার (৩ সেপ্টেম্বর) রাতে নিজের ফেসবুক আইডিতে উমামা ফাতেমা লিখেছেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিন ধরে নারী শিক্ষার্থীরা আবাসন সংকট, নিরাপত্তাহীনতা এবং বৈষম্যমূলক আচরণের শিকার হচ্ছেন। তিনি মনে করেন, বিশ্ববিদ্যালয়ের প্রতিটি শিক্ষার্থী সমান মর্যাদা ও নিরাপত্তার অধিকার রাখে। তাই তার ইশতেহারে নারীদের অধিকার ও নিরাপত্তাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে।
উমামা ফাতেমা নারীদের জন্য মূলত তিনটি পদক্ষেপ নিতে চান—
১. নারীদের আবাসন সংকট নিরসনে কার্যকর ব্যবস্থা গ্রহণ।
২. অনাবাসিক ও বিবাহিত ছাত্রীদের জন্য ডে-কেয়ার সেন্টার স্থাপন।
৩. প্রতিটি আবাসিক হলের ফটকে নারী গেটকিপারের উপস্থিতি নিশ্চিত করা।
তিনি আরও বলেন, এক হলের ছাত্রী অন্য হলে প্রবেশের সুযোগ পাবে, যাতে সব ছাত্রী সমান অধিকার ভোগ করতে পারে। তার লক্ষ্য, ঢাকা বিশ্ববিদ্যালয় সত্যিকারের নারীবান্ধব ক্যাম্পাস হিসেবে গড়ে উঠুক, যেখানে কেউ লিঙ্গ পরিচয়ের কারণে পিছিয়ে থাকবে না।
ডাকসু নির্বাচনের তফসিল অনুযায়ী, আগামী ৯ সেপ্টেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত ক্যাম্পাসের আটটি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একই দিনে গণনার পর ফলাফল ঘোষণা করবে ডাকসু নির্বাচন কমিশন।