
বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও পাবনা-২ আসনের সাবেক সংসদ সদস্য এ কে এম সেলিম রেজা হাবিব বলেছেন, তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্টরা উৎখাত হয়েছে। ছাত্রদের নৈতিক আন্দোলনে তিনি পূর্ণ সমর্থন দিয়েছিলেন এবং নেতৃত্ব দিয়েছেন এমনভাবে যে কেউ অন্যদিকে আন্দোলনকে নেওয়ার সুযোগ পায়নি। এভাবে আন্দোলনকে চূড়ান্ত পর্যায়ে পৌঁছে দিয়ে ফ্যাসিস্ট পতনের পর তারেক রহমানকে সব দলই মাস্টারমাইন্ড হিসেবে স্বীকৃতি দিয়েছে।
গতকাল বিকেলে পাবনার বেড়া উপজেলা বিএনপির উদ্যোগে রূপপুরের বাঁধেরহাট মোড়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। সভা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়।
সেলিম রেজা আরও বলেন, “হামলা-মামলা হয়েছে, কখনও রাজপথ থেকে পালাইনি। জীবনের ঝুঁকি নিয়ে ফ্যাসিস্টদের বিরুদ্ধে লড়াই করেছি। ঝোপঝাড়ে রাত কাটিয়েছি, তবুও কারও সঙ্গে আপস করিনি। শেখ মুজিব এক দফা ফ্যাসিবাদ কায়েম করেছিলেন, আর তার মেয়ে শেখ হাসিনা এরচেয়েও বড় ফ্যাসিবাদ প্রতিষ্ঠা করেছেন। তবে তারেক রহমান সব দলকে এক ছাতার নিচে নিয়ে এসেছেন।”
নির্বাচন নিয়ে ষড়যন্ত্রের বিষয়ে তিনি বলেন, “নতুন করে নির্বাচন নিয়ে ষড়যন্ত্র চলছে। আপনাদেরই প্রস্তুত থাকতে হবে। আপনারাই আমাদের শক্তি। সকল ষড়যন্ত্র মোকাবিলা করে আমরা আগামী নির্বাচনে আমাদের অধিকার আদায় করব। ভবিষ্যতে সুষ্ঠু ভোটের পরিবেশ ফিরিয়ে আনার জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। রাজনৈতিক প্রতিযোগিতা ছাড়া দল শক্তিশালী হয় না।”
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেড়া উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি শামসুর রহমান সমেজ। সঞ্চালনায় ছিলেন বেড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মান্না।
এ সময় উপস্থিত ছিলেন— বেড়া উপজেলা বিএনপির সাবেক মীর শওকত ইসলাম স্বপন, সাবেক সাধারণ সম্পাদক রইজ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, সাবেক সাংগঠনিক সম্পাদক লুৎফর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আব্দুর রাজ্জাক ফকির, যুগ্ম আহ্বায়ক আজিজুর রহমান মোহন, সাতসাখিনী ইউনিয়ন যুবদলের সাবেক আহ্বায়ক আলী আশকর, সাতসাখিনী ইউনিয়ন বিএনপি নেতা আনিছুর রহমান আনিছসহ বেড়া ও আমিনপুর থানা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের অন্যান্য নেতারা।