শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
ফের জামায়াতের সমালোচনায় আমিরে হেফাজত মুহিবুল্লাহ বাবুনগরী
প্রকাশ কাল | শনিবার, ৪ অক্টোবর, ২০২৫, ৯:১১ পূর্বাহ্ন
হেফাজতে ইসলামের আমির মুহিবুল্লা বাবুনগরী | ছবি সংগৃহীত

কিউটিভি ডেস্ক:
চট্টগ্রামের হাটহাজারীতে অনুষ্ঠিত শানে রিসালাত সম্মেলনে ফের বাংলাদেশ জামায়াতে ইসলামীর সমালোচনা করেছেন হেফাজতে ইসলামের আমির শাহ মুহিবুল্লাহ বাবুনগরী। শুক্রবার (৩ অক্টোবর) সন্ধ্যায় পার্বতী মডেল সরকারি উচ্চবিদ্যালয় মাঠে আয়োজিত এই সম্মেলনে তিনি দল হিসেবে জামায়াতে ইসলামী ও দলটির নেতাদের কঠোর সমালোচনা করেন এবং আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতকে ভোট না দেওয়ার আহ্বান জানান।

হেফাজতে ইসলাম হাটহাজারী উপজেলা শাখা আয়োজিত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে মুহিবুল্লাহ বাবুনগরী বলেন, “কুফরি যাতে প্রতিষ্ঠা করতে না পারে, সামনের নির্বাচনে ভোট দেওয়া যাবে না। যারা পূজা আর রোজা একই বলে, তারা ইসলামের অনুসারী নয়।” তিনি আরও বলেন, “নবী ও রাসুলদের দেখানো সোজা রাস্তায় চলতে হবে। সাহাবায়ে কেরামই সত্যের মাপকাঠি; তাদের দেখানো পথই সঠিক পথ।”

জামায়াতে ইসলামীর বিষয়ে হেফাজত আমিরের এমন বক্তব্যের প্রতিক্রিয়া জানতে চট্টগ্রাম নগর জামায়াতের একাধিক দায়িত্বশীল নেতার সঙ্গে যোগাযোগ করা হলেও কেউ মন্তব্য করতে রাজি হননি।

এর আগেও হেফাজত আমির জামায়াতের সমালোচনা করেছিলেন। গত ৪ আগস্ট নাজিরহাট পৌরসভার চৌধুরী ছখিনা কমিউনিটি সেন্টারে আয়োজিত এক সভায় তিনি জামায়াতে ইসলামীকে “ভণ্ড দল” আখ্যা দিয়ে বলেন, “তারা মদিনার ইসলাম নয়, বরং মওদুদীর ইসলাম কায়েম করতে চায়। মওদুদীর মতাদর্শ অনুসরণ করলে ইমান অটুট থাকবে না।”

সেই সভায়ও তিনি ইসলামী দলগুলোর ঐক্যের ওপর গুরুত্ব দিলেও জামায়াতের সঙ্গে ঐক্য অস্বীকার করেন। তাঁর ভাষায়, “আমরা জামায়াতকে ইসলামী দল মনে করি না। তারা কখনো মদিনার ইসলাম চায়নি; তারা চায় মওদুদীবাদ প্রতিষ্ঠা করতে, তাই তাদের সঙ্গে ঐক্য সম্ভব নয়।”

চট্টগ্রামের ফটিকছড়ির ওলামা মাশায়েখদের উদ্যোগে আয়োজিত ওই আলোচনায় সভাপতিত্ব করেন হেফাজতের কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা শাহ সালাউদ্দিন নানুপুরী।

এই পাতার আরো খবর
Our Like Page