রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
চোখের সামনে অনাচার রুখতে পারিনি, আক্ষেপ এনসিপি নেতা সুলতান মুহাম্মদ জাকারিয়ার
প্রকাশ কাল | রবিবার, ৫ অক্টোবর, ২০২৫, ৫:৩৫ পূর্বাহ্ন
সুলতান মুহাম্মদ জাকারিয়া, এনসিপি, জাতীয় নাগরিক পার্টি, এনসিপি নেতা, রাজনীতি বাংলাদেশ, ডিপস্টেট, ডিজিএফআই, নতুন বাংলাদেশ, সুলতান জাকারিয়া ফেসবুক পোস্ট, এনসিপি বিবৃতি, পরিবর্তনের রাজনীতি, রাজনৈতিক সংবাদ
সুলতান মুহাম্মদ জাকারিয়া। ফাইল ছবি সংগৃহীত ছবি

চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে না পারার আক্ষেপ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মুহাম্মদ জাকারিয়া। শনিবার (৪ অক্টোবর) নিজের ফেসবুক পেজে এক পোস্টে তিনি এমন হতাশা প্রকাশ করেন।

ফেসবুক পোস্টে জাকারিয়া লিখেছেন—

“চোখের সামনে সংঘটিত অনাচার রুখতে পারি নাই, এই হচ্ছে দেশ বদলানোর আদ্যপান্ত। ছেড়ে (দেশ) যাব?”

তিনি জানান, শুক্রবার (৩ অক্টোবর) এক উপদেষ্টা বন্ধুর সঙ্গে সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনায় তিনি গভীর হতাশা প্রকাশ করেন।

“গতকালই এক উপদেষ্টা বন্ধু গত এক বছরের রাজনীতির সালতামামি করতে গিয়ে চরম হতাশা ব্যক্ত করছিলেন। কী করা উচিত জানতে চাইলে তিনি বলেন, ‘চলে যান’। আমি বললাম, যুদ্ধ করার জন্য, দেশ ঠিক করার অভিপ্রায়ে এসেছি, চলে যাব!”

এরপর তিনি আরও লেখেন—

“২৪ ঘণ্টার ব্যবধানে নিজের এক বন্ধুকে পুরোনো জঙ্গলের শাসনের ধারাবাহিকতায় পুলিশ কোনো মামলা, পরোয়ানা ছাড়াই বাসা থেকে চোখের সামনে তুলে নিয়ে গেল। আমাদের নতুন বাংলাদেশের রাজনীতি, ‘কিংস পার্টি’ স্ট্যাটাস, সরকারের বন্ধু-বান্ধব সবকিছু দিয়েও পুরোনো ডিপস্টেট, ডিজিএফআইয়ের এমনকি অবসরপ্রাপ্ত কর্মকর্তার অবৈধ ক্ষমতাকে চ্যালেঞ্জ করতে পারলাম না।”

সুলতান মুহাম্মদ জাকারিয়া দীর্ঘদিন যুক্তরাষ্ট্রে কর্মরত ছিলেন। গত বছরের ৫ আগস্টের পর দেশে ফিরে তিনি জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সঙ্গে যুক্ত হন। তিনি ‘পরিবর্তনের রাজনীতি’ করার অভিপ্রায়ে দেশে ফিরেছিলেন।

তবে এক বছরের মাথায়ই দেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে হতাশা প্রকাশ করে তার ফেসবুক পোস্টটি সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

🔹 এনসিপি নেতা সুলতান জাকারিয়ার ফেসবুক পোস্টে রাজনৈতিক হতাশার ইঙ্গিত
🔹 পুলিশের অভিযানে বন্ধুকে তুলে নেওয়ার ঘটনার উল্লেখ
🔹 “চোখের সামনে অনাচার রুখতে পারিনি” — এই বাক্যটি কেন্দ্র করে আলোচনায় পোস্টটি

এই পাতার আরো খবর
Our Like Page