আন্তর্জাতিক ডেস্ক:
ইন্দোনেশিয়ার পূর্ব জাভা প্রদেশে একটি স্কুলভবন ধসে কমপক্ষে ৫০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও শতাধিক মানুষ। রোববার (৫ অক্টোবর) স্থানীয় সময় বিকেলে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে দেশটির জাতীয় দুর্যোগ মোকাবিলা প্রতিষ্ঠান ন্যাশনাল সার্চ অ্যান্ড রেসকিউ এজেন্সি (বাসারনাস)। খবর আনাদোলু এজেন্সি।
বাসারনাসের অপারেশন বিভাগের পরিচালক ইউধি ব্রামান্তিও এক ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, উদ্ধারকারী দল এখন পর্যন্ত ৫০ জনের মরদেহ এবং ১০৪ জনকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে। এখনো নিখোঁজ রয়েছেন অন্তত ১৮ জন।
তিনি বলেন, “ভবনের প্রায় ৬০ শতাংশ ধ্বংসাবশেষ সরিয়ে ফেলা হয়েছে। তবে স্কুলের পাশের একটি ভবনও ধসে পড়েছে, ফলে উদ্ধার কাজ জটিল হয়ে উঠেছে।”
স্থানীয় বাসিন্দা ও শিক্ষকরা জানান, স্কুলটির ছাদে নতুন তলা নির্মাণের কাজ চলছিল। শ্রেণীকক্ষের সংখ্যা বাড়ানোর জন্য কর্তৃপক্ষ উপরের দিকে সম্প্রসারণের উদ্যোগ নেয়, কিন্তু ভবনের ভিত্তি (ফাউন্ডেশন) সেই অতিরিক্ত ভার বহনে সক্ষম ছিল না।
ফলে হঠাৎ ধসে পড়ে ভবনটি, যেখানে অনেক শিক্ষার্থী, শিক্ষক ও কর্মচারী উপস্থিত ছিলেন। উদ্ধারকাজে সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অংশ নিয়েছেন।
উদ্ধার অভিযান চলমান রয়েছে এবং নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন।


