নিজস্ব প্রতিবেদক:
৬ অক্টোবর ২০২৫ | বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, জুলাই–আগস্টে সংঘটিত ঐতিহাসিক গণআন্দোলনের নেপথ্যে কোনো ব্যক্তি বা দল নয়, বরং বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই ছিল আসল চালিকা শক্তি।
তিনি বলেন, “এই আন্দোলনের মাস্টারমাইন্ড কোনো রাজনৈতিক দল নয়, কোনো ব্যক্তি নয়—এই আন্দোলনের মাস্টারমাইন্ড বাংলাদেশের জনগণ।”
বিবিসি বাংলাকে দেওয়া সাক্ষাৎকারে খোলামেলা বক্তব্য
সোমবার (৬ অক্টোবর) বিবিসি বাংলায় প্রচারিত এক ভার্চুয়াল সাক্ষাৎকারে তারেক রহমান বলেন,
“না, আমি অবশ্যই এই জুলাই আন্দোলনে নিজেকে কখনো মাস্টারমাইন্ড হিসেবে দেখি না। আন্দোলনটি সফল হয়েছে জুলাই মাসে, কিন্তু এর প্রেক্ষাপট তৈরি হয়েছে বহু বছর আগে থেকে।”
তিনি ব্যাখ্যা করেন, “বাংলাদেশের সব গণতান্ত্রিক রাজনৈতিক দল ও তাদের নেতা–কর্মীরা এই আন্দোলনে অবদান রেখেছেন। তারা বছরের পর বছর নির্যাতন সহ্য করেছেন, আর সেই অন্যায়ের প্রতিবাদেই জনগণ রাস্তায় নেমেছে।”
‘জনগণের অংশগ্রহণই আন্দোলনের আসল শক্তি’
তারেক রহমান বলেন,
“এই আন্দোলনে শুধু রাজনৈতিক নেতাকর্মীরা নয়—মাদ্রাসার ছাত্র, গৃহিণী, কৃষক, শ্রমিক, সিএনজিচালক, দোকানদার, গার্মেন্টসকর্মী—সবার অংশগ্রহণ ছিল। এমনকি অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা-কর্মচারী ও প্রবাসে থাকা সাংবাদিকরাও যুক্ত হয়েছিলেন।”
তিনি যোগ করেন, “কারও ভূমিকা ছোট করে দেখা যায় না। এই আন্দোলন ছিল জনগণের ঐক্য ও সাহসিকতার প্রতীক।”
‘গণতন্ত্রকামী জনগণই মাস্টারমাইন্ড’
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দৃঢ় কণ্ঠে বলেন,
“আমি বিশ্বাস করি, এই আন্দোলন ছিল জনগণের। যারা গণতন্ত্রে বিশ্বাস করেন, তারাই এর প্রকৃত মাস্টারমাইন্ড। কোনো ব্যক্তি বা দল নয়—বাংলাদেশের গণতন্ত্রকামী জনগণই এই আন্দোলনের আসল নায়ক।”
২০২৪ সালের জুলাই-আগস্টে সংঘটিত গণঅভ্যুত্থান দেশের রাজনৈতিক ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় ঘুরিয়ে দেয়। দীর্ঘদিন ক্ষমতায় থাকা আওয়ামী লীগ সরকারের পতনের পর গঠিত হয় অন্তর্বর্তীকালীন সরকার, যার নেতৃত্বে শুরু হয় নতুন রাজনৈতিক অধ্যায়।
এর আগে বিএনপির কয়েকজন কেন্দ্রীয় নেতা বিভিন্ন সময় বক্তব্যে তারেক রহমানকে জুলাই আন্দোলনের “মাস্টারমাইন্ড” হিসেবে উল্লেখ করেছিলেন। তবে নিজেকে সে ভূমিকায় অস্বীকার করে তিনি আজ স্পষ্ট করলেন—এটি ছিল জনগণের আন্দোলন, কোনো ব্যক্তির নয়।


