রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৭ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল | ছাত্রদলের আয়োজনে স্মরণসভা
প্রকাশ কাল | মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১১:২৭ পূর্বাহ্ন
আবরার ফাহাদ, নেত্রকোনা, ছাত্রদল, দোয়া মাহফিল, মিলাদ মাহফিল, এন আকন্দ কামিল মাদরাসা, বাংলাদেশ রাজনীতি, শহীদ স্মরণ, আবরার ফাহাদ হত্যা
আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল | ছাত্রদলের আয়োজনে স্মরণসভা

নেত্রকোনা এন আকন্দ কামিল মাদরাসায় শহীদ আবরার ফাহাদ স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে এন আকন্দ কামিল মাদরাসা ছাত্রদলের উদ্যোগে আয়োজিত এই মাহফিলে উপস্থিত ছিলেন এন আকন্দ কামিল মাদরাসা ছাত্রদলের সভাপতি তাকি সাধারণ সম্পাদক মাসুদ রানা এবং শাখার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
এসময় সাধারণ সম্পাদক  মাসুদ রানা বলেন, “পতিত ফ্যাসিস্ট হাসিনা সরকারের জুলুম-নির্যাতনের শিকার আজ পুরো জাতি। একনায়কতন্ত্র কায়েমের লক্ষ্যে তারা আবরার ফাহাদের মতো মেধাবীদের হয়তো আয়না ঘরে বন্দি করে রাখত, না হয় নির্যাতন করে হত্যা করত।”
তিনি আরও বলেন, “আবরার ফাহাদ ছিলেন দেশপ্রেমিক, সত্যবাচী এক তরুণ। তার হত্যাকাণ্ড এই দেশের স্বাধীনচেতা তরুণদের বিবেককে নাড়া দিয়েছে। আমরা তার আদর্শে অনুপ্রাণিত হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।”
কেন্দ্রীয় ছাত্রদলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবেই এই দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয় বলে জানান আয়োজকরা। মাহফিল শেষে শহীদ আবরার ফাহাদসহ সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

এই পাতার আরো খবর
Our Like Page