রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৫:০৮ পূর্বাহ্ন
Headline
Wellcome to our website...
‘কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দেবে না’ — বললেন জামায়াত নেতা ড. শফিকুল ইসলাম মাসুদ
প্রকাশ কাল | মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫, ১:৪৪ পূর্বাহ্ন
জামায়াতে ইসলামী, শফিকুল ইসলাম মাসুদ, পথসভা, নির্বাচন ২০২৫, দুর্নীতি, ভোট, জনগণ, ঢাকা মহানগর দক্ষিণ, ইসলামিক রাজনীতি, বেগমপাড়া, লন্ডনে টাকা পাচার
শফিকুল ইসলাম মাসুদ | ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক | ঢাকা

৭ অক্টোবর ২০২৫ | বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ বলেছেন,

“নতুন মোড়কে পুরাতন মতবাদ জনগণ আর গ্রহণ করবে না। ভোট চাইতে এলে প্রশ্ন করতে হবে— দেশ কীভাবে দুর্নীতিতে টানা পাঁচবার বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে।”

সোমবার রাজধানীর জিগাতলায় জামায়াতে ইসলামীর এক পথসভায় তিনি এ মন্তব্য করেন।

🔹 দুর্নীতিবাজদের বিরুদ্ধে জনগণকে সতর্ক থাকার আহ্বান

ড. মাসুদ বলেন,

“যারা সরকারে থেকে দেশকে দুর্নীতিতে বিশ্ব চ্যাম্পিয়ন করেছে, কানাডায় বেগমপাড়া গড়েছে, লন্ডনে জনগণের হাজার কোটি টাকা পাচার করেছে— তারা এখন যতই নীতিকথা বলুক, এসব কেবলই ক্ষমতায় ফেরার অভিনয়।”

তিনি আরও বলেন,

“কথার ধোঁকায় পড়ে জনগণ আর ভোট দেবে না। এবার জনগণ ভোট দেবে দলীয় কর্মকাণ্ড দেখে। কারা সন্ত্রাসী, চাঁদাবাজ, দুর্নীতিবাজ আর কারা জনগণের পাশে— মানুষ তা জানে।”

তার দাবি,

“ক্ষমতায় বসার আগেই যারা নদীর বালু, পানি, পাথর লুট করেছে, তাদের হাতে দেশ নিরাপদ নয়। দুর্নীতি ও সন্ত্রাসীদের ভোটের মাধ্যমে বয়কট করতে হবে।”

🔹 ভোটারদের উদ্দেশে আহ্বান

প্রত্যেক ভোটারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন,

“স্বাধীনতার পর ৫৪ বছরে যারা সরকারে থেকেও মানুষের মৌলিক অধিকার নিশ্চিত করতে পারেনি, তাদের কাছ থেকে জবাব নিতে হবে।”

🔹 দুর্নীতিমুক্ত দলের দাবি

জামায়াতকে দুর্নীতিমুক্ত দল হিসেবে উল্লেখ করে ড. মাসুদ বলেন,

“জামায়াতে ইসলামী ব্যক্তি ও দল হিসেবে দুর্নীতিমুক্ত। শহীদ মাওলানা মতিউর রহমান নিজামী ও শহীদ আলী আহসান মুজাহিদ তিনটি মন্ত্রণালয়ের দায়িত্বে থেকেও এক টাকার দুর্নীতির প্রমাণ কেউ দিতে পারেনি।”

তিনি যোগ করেন,

“জামায়াতের নেতারা আল্লাহ ছাড়া কাউকে ভয় করে না। যারা আল্লাহকে ভয় করে তারা দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস করতে পারে না, জনগণের সম্পদ লুট করে বিদেশে পাঠায় না।”

🔹 রাষ্ট্র পরিচালনার সুযোগের আহ্বান

তিনি বলেন,

“জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার সুযোগ দিলে আমরা দুর্নীতি, সন্ত্রাস, বৈষম্যমুক্ত মানবিক ও কল্যাণ রাষ্ট্র গড়ে তুলব।”

সভা শেষে ড. শফিকুল ইসলাম মাসুদের নেতৃত্বে ঢাকা-১০ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের পক্ষে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়। এসময় নেতাকর্মীরা স্থানীয় মার্কেট, দোকান ও পথচারীদের সঙ্গে মতবিনিময় করেন।

আপনি চাইলে আমি এখন এই সংবাদটির জন্য

এই পাতার আরো খবর
Our Like Page