চীন থেকে ২৭ হাজার কোটি টাকায় বিমান বাহিনীর জন্য ২০টি যুদ্ধবিমান কেনার খবর নিয়ে মুখ খুলতে চাইলেন না অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
মঙ্গলবার (৭ অক্টোবর) সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন,
“এ বিষয়ে আমি কোনো মন্তব্য করব না।”
সূত্র মতে, সরকার ২৭ হাজার কোটি টাকা ব্যয়ে চীন থেকে ২০টি জে-১০সিই মাল্টি রোল কমব্যাট এয়ারক্রাফট কিনছে।
সশস্ত্র বাহিনী বিভাগের একটি নথিতে দেখা যায়, একেকটি উড়োজাহাজের প্রাক্কলিত মূল্য প্রায় ৬০ মিলিয়ন মার্কিন ডলার, অর্থাৎ ২০টির মোট মূল্য প্রায় ১ হাজার ২০০ মিলিয়ন ডলার বা ১৪ হাজার ৭৬০ কোটি টাকা।
এর সঙ্গে স্পেয়ার পার্টস, বীমা, ভ্যাট, এজেন্সি কমিশন ও সরঞ্জামাদি যুক্ত হয়ে মোট খরচ দাঁড়াবে ২৭ হাজার ৬০ কোটি টাকা। পরিকল্পনা অনুযায়ী, আগামী ১০ অর্থ বছরে থোক বরাদ্দ থেকে এই অর্থ সঙ্কুলান করা হবে।
দুপুরে সচিবালয়ে এক সাংবাদিক অর্থ উপদেষ্টাকে প্রশ্ন করেন, “স্যার, আপনি তো বিষয়টা জানেন?” — জবাবে তিনি বলেন,
“জানলে যে সব বলে দিতে হবে, সেটা তো না।”
এই সম্ভাব্য যুদ্ধবিমান ক্রয় নিয়ে ইতোমধ্যে প্রতিরক্ষা ও অর্থনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে।


