কিউটিভি ডেস্ক:
জালিয়াতির মাধ্যমে ভুয়া সনদে চাকরি নেওয়ার অভিযোগে বহুল আলোচিত আওয়ামী লীগ নেত্রী আফরোজা আক্তার ডিউকে কুষ্টিয়া কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ থেকে চাকরিচ্যুত করা হয়েছে। গত রোববার বিদ্যালয়ের গভর্নিং বডির কার্যনির্বাহী সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। সভায় সভাপতিত্ব করেন কুষ্টিয়ার জেলা প্রশাসক ও স্কুলটির গভর্নিং কমিটির সভাপতি আবু হাসনাত মোহাম্মদ আরেফীন।
আফরোজা আক্তার ডিউ কুষ্টিয়া জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা সম্পাদক রাশেদুল ইসলাম বিপ্লবের স্ত্রী। বিদ্যালয় সূত্রে জানা যায়, ডিউ ২০১২ সালের ১৮ অক্টোবর সহকারী শিক্ষক পদে যোগ দিতে দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্য বিষয়ে অনার্স ও মাস্টার্সের সনদ দাখিল করেন। তবে তদন্তে দেখা যায়, উক্ত বিশ্ববিদ্যালয় ইউজিসি কর্তৃক কালো তালিকাভুক্ত এবং হাইকোর্টের রায়ে অবৈধ ঘোষণা করা।
কুষ্টিয়ার তৎকালীন জেলা প্রশাসক এহতেশাম রেজার নির্দেশে গঠিত তদন্ত কমিটি ইউজিসির সহায়তায় যাচাই করে নিশ্চিত হয় যে ডিউয়ের অনার্স সার্টিফিকেট (নং-০৪৬৩৭) ও মাস্টার্স সার্টিফিকেট (নং-০০৩৯৮১) উভয়ই ভুয়া।
এরপর গত রোববারের সভায় কমিটি সর্বসম্মতিক্রমে ডিউকে স্থায়ীভাবে বহিষ্কার করে এবং নিয়োগের পর থেকে প্রাপ্ত বেতন, ভাতা ও অন্যান্য সুবিধা ফেরতের নির্দেশ দেয়। কুষ্টিয়ার জেলা প্রশাসক আবু হাসনাত মোহাম্মদ আরেফীন বলেন, “জাল সনদে চাকরির প্রমাণ মেলায় তাকে স্থায়ীভাবে চাকরিচ্যুত করা হয়েছে। পাশাপাশি সরকারি অর্থ ফেরত দিতে নোটিশ দেওয়া হবে।”
বিদ্যালয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের ৫ আগস্ট থেকে ডিউ আত্মগোপনে চলে যান। এরপর থেকেই তার বিরুদ্ধে সরকারি অর্থ আত্মসাৎ, তছরুপ এবং ভুয়া প্রকল্পের মাধ্যমে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ওঠে। তিনি ও তার স্বামী রাশেদুল ইসলাম বিপ্লব কুষ্টিয়া-৩ আসনের সাবেক সাংসদ মাহবুবউল আলম হানিফের ঘনিষ্ঠ ছিলেন বলে জানা গেছে। ক্ষমতার প্রভাব ব্যবহার করে তারা সরকারি সম্পদ লুটপাটসহ একাধিক অপকর্মে জড়িত ছিলেন।
ডিউ এবং তার স্বামী বর্তমানে ছাত্র জনতার ওপর হামলাসহ একাধিক হত্যা মামলার এজাহারভুক্ত আসামি।
ব্যক্তিগত জীবনে ডিউ একজন প্রভাবশালী রাজনৈতিক পরিবারের সন্তান। তার পিতা বীর মুক্তিযোদ্ধা প্রয়াত সোহরাব আলী ছিলেন কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এবং মা শাহানারা বেগম ছিলেন জেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক ও বর্তমানে জেলা আওয়ামী লীগের উপদেষ্টা।
১৯৭৬ সালের ২ এপ্রিল জন্ম নেওয়া আফরোজা আক্তার ডিউ ২০১৬ সালে জয়ীতা পুরস্কার পান। এছাড়াও তিনি কুষ্টিয়া ও কেন্দ্রীয় পর্যায়ের বহু সংগঠনে বিভিন্ন পদে দায়িত্ব পালন করেন, যার মধ্যে রয়েছে বাংলাদেশ নারী সাংবাদিক সমিতি (বানাসাস), কুষ্টিয়া প্রেস ক্লাব, বিএফইউজে, লেডিস ক্লাব, ক্রীড়া সংস্থা, এবং মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড।


