কিউটিভি ডেস্ক:
ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শিক্ষার্থীদের আরামদায়ক পরিবেশ নিশ্চিত করতে নতুন উদ্যোগের ঘোষণা দিয়েছেন ডাকসু’র ভাইস প্রেসিডেন্ট (ভিপি) আবু সাদিক কায়েমের । তিনি জানিয়েছেন, বিশ্ববিদ্যালয়ের মোট ১৮টি হলে রিডিং রুমে এসি স্থাপনের কাজ শিগগিরই শুরু হবে, এবং এই কাজের নেতৃত্ব দেবেন বিশ্ববিদ্যালয়ের নারী শিক্ষার্থীরা।
আবু সাদিক কায়েমের বলেন, “আমাদের ১৮টি হলের রিডিং রুমে এসি স্থাপনের কাজ নারীদের হল দিয়ে শুরু হবে। ইতোমধ্যে এসি স্থাপনের জন্য ইঞ্জিনিয়াররা ম্যাপিং সম্পন্ন করেছেন, পরিকল্পনাও সাজানো হয়েছে। ইনশাআল্লাহ শিগগিরই এসি স্থাপন কাজ শুরু করতে পারব।”
তিনি আরও জানান, ক্যাম্পাসে নারী শিক্ষার্থীদের জন্য পড়াশোনার অনুকূল পরিবেশ তৈরি করাই এ প্রকল্পের মূল লক্ষ্য। যাতে তারা গরম ও অস্বস্তিকর পরিবেশের কারণে পড়াশোনায় বিঘ্নের শিকার না হন। ডাকসুর পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন দপ্তরের সঙ্গে আলোচনা সম্পন্ন হয়েছে, এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমোদন পেলেই প্রকল্পটি বাস্তবায়ন শুরু হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, “এটি একটি সময়োপযোগী সিদ্ধান্ত। নারী শিক্ষার্থীদের হল থেকে এ কাজ শুরু করা হলে তা নারী নেতৃত্ব ও অংশগ্রহণের নতুন দৃষ্টান্ত স্থাপন করবে।”


