শুক্রবার, ২৪ অক্টোবর ২০২৫, ১১:৫৪ অপরাহ্ন
ব্রেকিংনিউজ-
ইসকন ‘ভারতের র’র কর্মকাণ্ডে জড়িত’: অভিযোগ সিএইচটি সম্প্রীতি জোটের বিশ্বের সবচেয়ে সুন্দর স্টেডিয়ামের তালিকায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বিএনপি-জামায়াতের চোখে বিতর্কিত অন্তর্বর্তী সরকার উপদেষ্টারা গাজীপুরে নিখোঁজ ইমাম মুফতি মুহিব্বুল্লাহ মাদানী পরিবারের হাতে ফিরেছেন কর্যক্রম নিষিদ্ধ আ’লীগকে নির্বাচনে নিতে বিদেশি চাপ বারছে: প্রেস সচিব ভোটকেন্দ্রে ‘প্রথম প্রতিরক্ষা স্তর’ হবেন ৬ লাখ আনসার সদস্য: ডিজি সাজ্জাদ মানবতাবিরোধী মামলার ১৫ সেনা কর্মকর্তা কারাগারে: প্রথম দিন কেমন কাটল দাঁড়িয়ে থাকা বাসের পেছনে ট্রাকের ধাক্কায় নিহত ২, আহত ৫ যে আসনে বিজয়ী প্রার্থীর দল সরকার গঠন করে: সিলেট-১ আসনে উত্তাপ বাড়ছে টি-টোয়েন্টি সিরিজের আগে চোটে জর্জরিত দক্ষিণ আফ্রিকা
Headline
Wellcome to our website...
১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হচ্ছে: সিইসি
প্রকাশ কাল | বৃহস্পতিবার, ৯ অক্টোবর, ২০২৫, ৬:১৯ অপরাহ্ন
নির্বাচন কমিশন, সিইসি, সরকারি চাকরিজীবী ভোট, ত্রয়োদশ জাতীয় নির্বাচন, এ এম এম নাসির উদ্দিন, ইসি সংলাপ, গণমাধ্যম, ভোটার তালিকা, প্রবাসী ভোট, নির্বাচন সংবাদ
ছবি সংগৃহীত

নিজস্ব প্রতিবেদক:
প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটের দায়িত্ব পালন করা প্রায় ১০ লাখ সরকারি চাকরিজীবীর ভোটের ব্যবস্থা করা হবে।

সোমবার (৬ অক্টোবর) সকালে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের সম্মেলন কক্ষে গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে এক সংলাপে এ কথা জানান তিনি।

সিইসি বলেন, “নির্বাচন সংস্কার কমিশন ইসির কাজ সহজ করে দিয়েছে। তারা আগেই বিভিন্ন মহলের সঙ্গে আলোচনা করেছে, তাই আমাদের সংলাপ কিছুটা পরে হচ্ছে।”

তিনি আরও বলেন, “আমরা সুষ্ঠু ও সুন্দর নির্বাচনের জন্য কাজ করছি। আজকের সংলাপ কেবল আনুষ্ঠানিকতা নয়, গণমাধ্যমের মতামত নিয়েই আমরা এগিয়ে যেতে চাই।”

গণমাধ্যমের ভূমিকা প্রসঙ্গে নাসির উদ্দিন বলেন, “আমরা আয়নার মতো স্বচ্ছ একটি নির্বাচন করতে চাই। এজন্য গণমাধ্যমের সহযোগিতা অপরিহার্য। লেভেল প্লেয়িং ফিল্ড ও অনুকূল পরিবেশ তৈরিতে মিডিয়ার ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ।”

সিইসি জানান, কমিশন ইতোমধ্যে ভোটার তালিকা হালনাগাদের বড় কাজ সম্পন্ন করেছে। তিনি বলেন, “২১ লাখের বেশি মৃত ভোটার শনাক্ত করা হয়েছে, ৪৩ লাখ নতুন ভোটার যুক্ত হয়েছে। নারী-পুরুষ ভোটার ব্যবধান ৩০ লাখ থেকে কমে ১৮ লাখে নেমে এসেছে।”

প্রবাসী ও বিশেষ ভোটারদের জন্যও উদ্যোগ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, “বিশেষজ্ঞদের সঙ্গে আলোচনা করে প্রবাসীদের জন্য আইটি-সাপোর্টেড পোস্টাল ব্যালটের ব্যবস্থা করছি। আইনশৃঙ্খলা বাহিনী, সরকারি চাকরিজীবী ও হাজতিদের ভোটের আওতায় আনার উদ্যোগও নিয়েছি।”

সংলাপে ইসির চার নির্বাচন কমিশনার, ভারপ্রাপ্ত সচিব কেএম আলী নেওয়াজ, ইসির কর্মকর্তা ও বিভিন্ন গণমাধ্যম প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এর আগে, ২৮ সেপ্টেম্বর থেকে ভোট বিষয়ক সংলাপ শুরু করে নির্বাচন কমিশন। প্রথম দিনে সুশীল সমাজ, বুদ্ধিজীবী ও শিক্ষাবিদদের সঙ্গে সংলাপ হয়। আজ গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে সংলাপ শেষে ৭ অক্টোবর নারী নেত্রী ও নির্বাচন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। এরপর মুক্তিযোদ্ধা ও রাজনৈতিক দলগুলোর সঙ্গেও সংলাপ করবে ইসি।

এই পাতার আরো খবর
Our Like Page