ঢাকা: আধুনিক, নিরাপদ ও মানবিক ঢাকা–৫ আসন গঠনের লক্ষ্যে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা দক্ষিণ মহানগর ডেমড়া মধ্য থানা শাখার উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি, পাশাপাশি ঢাকা–৫ আসনের সম্ভাব্য এমপি প্রার্থী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মজলিসে শূরা সদস্য ঢাকা মহানগর দক্ষিণ, আমির ডেমড়া মধ্য থানা এবং ৬৮ নং ওয়ার্ড কাউন্সিলর পদপ্রার্থী।
সভায় বক্তারা বলেন, “ঢাকা–৫ আসনকে আধুনিক, নিরাপদ ও মানবিক নগর হিসেবে গড়ে তুলতে হলে সৎ, যোগ্য ও দায়িত্বশীল নেতৃত্বের বিকল্প নেই। জনকল্যাণমূলক রাজনীতি প্রতিষ্ঠাই জামায়াতে ইসলামীর অঙ্গীকার।”
অনুষ্ঠানে থানা ও ওয়ার্ড শাখার বিভিন্ন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ নাগরিক উপস্থিত হয়েছে


